প্রথম বাংলা – ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার এক আসামি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত রাজা বালী ফুলবাড়িয়া উপজেলার নেকবর আলীর সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার আসামি বন্দী রাজা বালী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষ চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।