প্রথম বাংলা – পুলিশিং সেবায় এগিয়ে জনগন থানায় এসে অথবা অভিযোগের ভিক্তিতে গিয়ে কোন পুলিশ সদস্যদে র কাছে সেবা পেতে জনগন কে যদি কোন হয়রানি শিকার হতে হয় তা যদি সত্য প্রমানিত হয় সেই সব পুলিশ সদস্য দের কোন ছাড় দেন না এস পি মাছুম আহাম্মদ ভূঞা।
ময়মনসিংহ মেডিকেলে নিয়ম ভঙ্গ করে চিকিৎসা না দেয়া য় পুলিশ-ইন্টার্ণ ডাক্তার যাই কিছু হয়েছে ওনার পুলিশ সদ স্যদের ওনি সাময়িক বরখাস্ত/আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা দের বিরুদ্ধে তদন্তটীম গঠন করেছেন। কতটুকু মানবিক কাজ করেছেন এস পি ওনার সদস্যদের দিকে না তাকিয়ে হাসপাতালের রুগিদের প্রতি তাকিয়েছেন যেন কোন রুগি র হয়রানি বা সমস্যা না হয়।
আর আপনারা বেশ কয়েকজন ইন্টার্ন তিনদিনের কর্ম বি রতি দিয়েছেন।সেবার কথা কি একটুও ভাবেননি ? অনেক ইন্টার্ন আছেন সেবা তো দূরের কথা রুগিকে সামনে রেখে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকেন! উভয় উভয়কেই প্রয়ো জন আছে…. এইতো তিন দিন আগে এক ইন্টার্ন ডাক্তার এসে ছিলেন থানায় সেবা নিতে ওসি শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) বড় ধরনের বিপদ থেকে রক্ষা করেছে যা আমাদের প্রিয় সাংবাদিক সুমন ভট্টাচার্য্য এর সামনে।আপ নার আকুতি মিনতি দেখে সাংবাদিক সুমন ভট্টাচার্য্য নিজে ও সুপারিশ করেছিলেন এই হলো আরেক মানবিক ওসি শাহ-কামাল আকন্দ।