প্রথম বাংলা – বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানে নিয়ে র্যাব যুব সমাজ তথা বাংলাদেশকে মাদকের ভয়াল থাবা,সন্ত্রাস,জঙ্গী,ছিনতাই,ডাকাতি, জুয়া,অপহরণ,খুন,ধর্ষণ,অসাধু অস্ত্র ব্যবসায়ীসহ বিভিন্ন ধরণের অবৈধ কর্মকান্ড থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এছাড়া সাম্প্র তিক সময়ে শিশু ধর্ষণের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বস্তরের জনগনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে র্যাব।
ভিকটিম তাইবা আক্তার মাঝেরকান্দা সরকারি বিদ্যালয়ে ২য় শ্রেণীতে লেখাপড়া করে। আসামী ভিকটিমদের প্রতিবেশী। গত ০১লা মার্চ ২০২৩ ইং তারিখ দুপুর অনুমান ০১.৫৫ মিনিট আসামী ভিক টিমকে মোবাইলে ছবি দেখানোর প্রলোভন দেখিয়ে ভিকটিমের বসত বাড়ির আঙ্গিনা হতে তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ভিকটিম ডাক-চিৎকার দিতে চাইলে আসামী তাকে মেরে ফেলার ভয়ভীতি প্রদর্শ ন করে। পরবর্তীতে,ভিকটিম বাড়িতে এসে কান্নাকা টি করতে থাকলে তার পিতা তাকে জিজ্ঞাসা করলে সে ঘটনাটি খুলে বলে। এরই পরিপ্রেক্ষিতে,ধর্ষণকা রী আলামিন (৩৫) এর বিরুদ্ধে ভিকটিমের পিতা বাদী হয়ে গত ০৩/০৩/২০২৩ ইং তারিখ ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ (সংশোধিত ২০২০); এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করে।
এরই ধারাবাহিকতায়,এই ঘটনার প্রেক্ষিতে র্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবা দের ভিত্তিতে গত ০৫ মার্চ ২০২৩ ইং তারিখ রাত অনুমান ২৩.০০ ঘটিকায় রাজধানীর কমলাপুর রেল ওয়ে স্টেশন এলাকা থেকে উক্ত মামলার একমাত্র আসামী আলামিন (৩৫),পিতা- মৃত হাকিম উদ্দিন, সাং- আরাটন কানপাড়া,থানা- ফুলপুর,জেলা- ময়ম নসিংহ’কে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। এছাড়াও উপরোক্ত ঘটনার মতো যাতে আর কোন ঘটনার মাধ্যমে কোন নারী/শিশু ধর্ষণ ও নির্যাতনের শিকার না হয় সে প্রে ক্ষিতে র্যাবের টহল তৎপরতা ও গোয়েন্দা নজর দারী অব্যাহত থাকবে।গ্রেফতারকৃত আসামীকে ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।