নিজস্ব প্রতিবেদন =
আজ ২৫ অক্টোবর, ২০২৩ বুধবার ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে সদ্য পদায়িত জনাব মোঃ শাহ্ আবিদ হোসেন বিপিএম (বার), মহোদয় ময়মনসিংহে যোগদানের লক্ষ্যে আগমন করেছেন। এ সময় তাঁকে অভ্যর্থনা জানান ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম। রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন), অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন সাক্ষাৎকালে তারা সম্মানিত ডিআইজি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ রায়হানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব এম এম মোহাইমেনুর রশিদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক), জনাব মোঃ শাহীনুল ইসলাম ফকির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ময়মনসিংহ জেলা এবং জেলার পুলিশ ইন্সপেক্টরবৃন্দ।
ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে আমরা সদ্য যোগদানকৃত সম্মানিত ডিআইজি মহোদয়ের নতুন কর্মস্থলের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছেন।