প্রথম বাংলা – ময়মনসিংহ সড়ক ও জনপদ বিভাগের অধিনে শম্ভুগঞ্জ ব্রিজের উপর টোলপ্লাজা নির্ধারিত সময় অতিক্রম করার বহু বছর পরও একশ্রেণির মানুষের এই টোলের প্রতি ছিল কড়া নজর’নিয়মের বাইরে চাঁদা তোলা যেন শেষ হচ্ছিল না।
আজ তা ভাঙ্গা হচ্ছে বিপুল ছাত্র-জনতার উদ্যোগে”অথচ ময়মনসিংহসহ এই বিভাগের জনপ্রতিনিধিরা বিভাগ হস্তক্ষেপ করেনি,বরং শেল্টার দিয়েছে।