ময়মনসিংহ সদর ও ফুলবাড়িয়া খাদ্য গুদামে বোরো চাউল সংগ্রহ এগিয়ে চলছে
Reporter Name
Update Time :
রবিবার, জুন ৩০, ২০২৪
/
163 Time View
/
Share
প্রথম বাংলা – খাদ্য অধিদপ্তরের চলতি বোরো ধান ও চাউল সংগ্রহ কার্যক্রম চলছে সারাদেশে।
সরকারি নীতিমালা মেনে ময়মনসিংহ জেলার সদর ও ফুলবাড়িয়া সরকারি খাদ্য গুদামে বোরো ধান ও চাউল সংগ্রহ চলছে।
জানা যায় ময়মনসিংহ সদর খাদ্য গুদাম এলএসডিতে ৭০৭৪ মেঃটন বোরো চাউল সংগ্রহের বরাদ্দ দেওয়া হয়। ২৯ জুন পর্যন্ত ৩৫০০ মেঃটন চাউল সংগ্রহ করা হয়েছে।
অপরদিকে ফুলবাড়িয়া উপজেলায় ২১৬০ মেঃটন বোরো চাউল সংগ্রহের বরাদ্দ দেওয়া হয়। ২৭ জুন পর্যন্ত ক্রয় করা হয় ১৪৮০.২০০ মেঃটন।