মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপনার সুদৃষ্টি কামনা করি
Reporter Name
Update Time :
বুধবার, আগস্ট ৩০, ২০২৩
/
119 Time View
/
Share
নিজস্ব প্রতিবেদক
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপনার সুদৃষ্টি কামনা করি:পঙ্কজ মিত্র,
নমিনেশন নিজের লোকের দরকার কমিটিতে নিজের লোকের দরকার। টেন্ডার নিজের লোকের দরকার চাকুরী আত্মীয় স্বজনের দরকার। হাট বাজার,বাসস্ট্যান্ড, খেয়াঘাট,পাবলিক টয়লেট ও নিজের লোক দরকার।
এসময় তিনি বলেন সারা বছর সংগঠন’কে কাঁচকলা দেখিয়ে উল্টো পথে চলেন আপনি। আর ভোটের সময় আপা আপনি শেষ ভরসা আপনি ছাড়া কেউ নেই আপনি বঙ্গবন্ধুর কন্যা ক্ষমা করে আমায় আবার নমিনেশন দিন।
আহারে!এটায় আপনার নোংরা রাজনীতি..?
মিয়া আপনি সারাবছর আওয়ামীলীগের সাইনবোর্ড বিক্রি করে পয়সা ইনকাম করছেন। আওয়ামীলীগের দুঃসময়ে বিপদ দেখলেই তো পালাবেন।
কিন্তু যারা পেটে ভাতে কর্মী তাদের জীবনের কি হবে..? কোনো দিন কি এই সব সাধারণ কর্মীদের আপন ভেবে বুকে জড়িয়ে ধরেছেন..?
আপনি তো মিয়া থাকেন আপনার পোষা সাঙ্গোপাঙ্গো নিয়া।
মাননীয় প্রধানমন্ত্রীর আওয়ামীলীগ থেকে পুঁজিবাদের আগ্রাসন বন্ধ হওয়া জরুরী। না হলে এরা উইপোকার মতন দলটাকে শেষ করে ফেলবে।
দিনে দিনে হতাশার কাছে পরাজিত হচ্ছে দলের নিবেদিত প্রাণ গুলোর আত্মবিশ্বাস!
একটু দয়া করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনি সুনজর দিন..🙏
আপা আপনি দেশ চালাবেন নাকি কর্মীদের উপরে নজর দিবেন, আর আপনার এতোগুলো হাইব্রিড এমপি কি করে। আপা আপনার এই হাইব্রিড এমপিদের কাজটা কি জামাত বিএনপির সেবা করা।
প্রচারে: পঙ্কজ মিত্র
দেশের একজন আওয়ামী ক্ষুদ্র কর্মী