সারা বাংলাদেশে যখন, সাংবাদিকেদর উপর হামলা আর মামলা, নিরাপত্তাহীনতায় সাংবাদিক। সবার খবর রাখে সাংবাদিক, সাংবাদিকের খবর কে রাখে?
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনর ডিজিটাল বাংলাদেশ দ্রত গতিতে এগিয়ে চলেছে।বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলার রূপকার সকলের অভিভাবক, বাংলার জননী, শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশের আনাচেকানাচে নিঃস্বার্থ ভাবে বাংলার সাহসী সৎ কলম সৈনিকরা কাজ করে চলেছে।
তেমনি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে দাকোপ উপজেলা সম্পর্কে তুলে ধরার চেষ্টা করেছি।
দাকোপ উপজেলা একটি হতদরিদ্র গরীব অসহায় মানুষের বসবাসের স্থান। বাংলাদেশের খুলনা বিভাগের খুলনা জেলার অন্তর্গত দাকোপ উপজেলা। দাকোপের একদম পাশ ঘেষে বয়ে চলেছে সুন্দর বন ও বঙ্গোপসাগর।
দাকোপ উপজেলায় প্রায় এক লাখ পনের হাজার মানুষের বসবাস। এ উপজেলার মানুষ হতদরিদ্র গরীব অসহায়। সবাই কেটে খাওয়া মানুষ। সংগ্রাম আর যুদ্ধ করে জীবিকানির্বাহ করে চলেছে।
কেহ মাঠে আর ঘাটে,কেহ নদীতে,কেহ আবার জেলে আর দিন মজুরীতে।
ঠিক এমনই এক সময় দাকোপ উপজেলায় আলোর চায়া নিয়ে হাজির বাংলাদেশ সরকারের নির্দেশনায়, সুযোগ্য অফিসার দাকোপ উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মিন্টু বিশ্বাস এর আগমণ।
দাকোপে মাদক, চোরাকারবারি, চাঁদা বাজি, সহ অপরাধ মুলক সকল অবৈধ কর্মকান্ড বন্ধে কঠোর ভূমিকায় অবতীর্ণ।
দাকোপ উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়,দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিন্টু বিশ্বাস,দাকোপ থানা অফিসার ইনচার্জ জনাব উজ্জ্বল কুমার দত্ত, উপজেলার সমাজসেবা অফিসার প্রবীর কুমার বাবু সততার সাথে দায়িত্ব পালন করছেন।
দাকোপ থানায় জনাব উজ্জ্বল কুমার দত্ত অফিসার দায়িত্ব নেয়ার পর থেকে দাকোপে শান্তি ফিরে এসেছে। কমেছে মাদক, চোরাকারবারি চাদাবাজি সহ সরকারি বিরুদ্ধী কর্মকান্ড।
অন্য দিকে আর একজন দায়িত্ববান, সৎ, সাহসী মিষ্টভাষী, আনন্দপ্রিয় মানুষ জনাব প্রবীর কুমার বাবু দাকোপ উপজেলার সমাজসেবা অফিসার।
সমাজসেবা অফিস সুত্রে জানা যায়, তিনি দায়িত্ব নেয়ার পর থেকে দাকোপে হতদরিদ্র গরীব দুঃখী অসহায় মানুষের পাশে সব সময় স্যারের ভুমিকা অতুলনীয়।
তিনি দাকোপে দায়িত্ব নেওয়ার পর থেকে ৯৫% লোকে বিভিন্ন পর্যায়ে ভাতা পেয়েছেন।
দাকোপ উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, দাকোপে কোন অপরাধ মুলক কাজ হলে, সে যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
আমরা দাকোপ উপজেলা বাসি আপনার ও আপনার পরিবারের সকলকের জন্য দীর্ঘ আয়ূ কামনা করি।
দাকোপ উপজেলার নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস স্যারের সুদৃষ্টি কামনা করে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা সহ সকল প্রকার সুযোগ সুবিধা চেয়ে অনুরোধ জানিয়েছেন।