নিজস্ব প্রতিবেদক :- প্রতিবছরের ন্যয় এবছরও মা ইলিশ রক্ষায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সরকারি ভাবে ৭ ই অক্টোবর থেকে ২৮ শে অক্টোবর পর্যন্ত চলমান ২২ দিন নদীতে জেলেদের জাল ফেলে মাছ শিকার করা ” ক্রয় বিক্রয় ও বহন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষনা করেছে।তার আলোকে বরিশাল জেলার বাকেরগন্জ উপজেলার ১১ নং ভরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশ্রাফুজ্জান খান খোকন এই চলমান অভিযান সফল করতে ভরপাশা ইউনিয়ন এর সকল জেলেদের নদীতে মা ইলিশ নিধন করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
জনাব আশরাফুজ্জামান খান খোকন বলেন , ইলিশ জাতীয় সম্পদ, একটি ইলিশ থেকে লাখো ইলিশের জন্ম হবে, তাই এই মা ইলিশ প্রজনন মৌসুমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় যে বিধি নিষেধ দিয়েছে তা মেনে চলা প্রতিটি নাগরিকের দায়িত্ব কর্তব্য।
সরকারি সকল বিধি মালা মেনে নদীতে মাছ না ধরে ইলিশের বিস্তার বৃদ্ধিতে সহায়তা করব এমন মন মানসিকতা মাথায় রেখে চলমান ২২ দিনের অভিযান সফল করতে সকলে মিলে মিশে কাজ করবো, তাছারা সরকার এই অভিযানে জেলেদের জন্য চাল বরাদ্দ করেছেন, আমরা সরকারের পক্ষ থেকে চাল পাওয়া মাএ বিতরণ করবো,
সরকারি এ বিধি নিষেধ বাস্তবায়ন করতে ভরপাশা ইউনিয়ন এর সকলকে সহযোগিতা করতে আহ্বান জানিয়েছেন।