February 13, 2025, 10:35 am
শিরোনামঃ
তালাকের পর যৌতুকসহ বিভিন্ন মামলা দিয়ে হয়রানি সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলাম গ্রেপ্তার উত্তরা প্রেসক্লাবের সভাপতি রাসেল খানের সন্ধান মিলছে না শাহজাদপুরের সাবেক এমপি চয়ন ইসলাম ও তার স্ত্রীকে কারাগারে চন্দ্রগঞ্জ থানার শ্রমিক লীগের সভাপতি বাড়ির লুটপাট”ভবন ধ্বংস করেছে সন্ত্রাসীরা আমিরাতে ডিপ্লোম্যাট কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ কনস‍্যুলেট জেনারেল দুবাই রানার আপ হয়েছে চরশাহী ইউনিয়ন যুবলীগ সভাপতির বাড়িতে আগুন ভবন সহ 70-80 লক্ষ টাকার সম্পদ ধ্বংস করেছে সন্ত্রাসীরা সমাজবিরোধীরা কোনো ব্যক্তিকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স পিরোজপুরে এলজিইডি”র ৩ প্রকৌশলীসহ পাঁচজন বরখাস্ত শাহজাদপুরে বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন মোশারফ হোসেন 

Reporter Name

নিজস্ব প্রতিবেদন”

লক্ষীপুর সদর উপজেলা চন্দ্রগঞ্জ থানা অধীনে ১৩ নং দিঘলী ইউনিয়ন প্রিয় সাংবাদিক ভাইয়েরা ও এলাকাবা সী”আমি মোঃ মোশারফ হোসেন”পিতা মৃত নুরুল ইস লাম।আমি প্রথমে ধন্যবাদ জানাই জাতির জনক বঙ্গব ন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জাতির মাতা জননেত্রী শেখ হাসিনাকে তিনি নতুন আইন দলিল যার জমি তার এই আইনটি বাস্তবায়ন করেছে।যাহার ফলে দেশের সা ধারণ জনগণ তাহার সুফল পাচ্ছে।

আমি তার পরে ধন্যবাদ জানাচ্ছি জনতার চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী জাবেদ ভাইকে যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নতুন আইন দলিল যার জমি তার বাস্তবে রূপান্তরিত করেছেন। এই আইনটি বাস্তবে রূপান্তরিত করতে গিয়ে রাশেদুলহাসা ন(৩৫) পিতা তোফায়েল আহমদ।যার শিক্ষাগত কোন যোগ্যতাই নেই নামে মাত্র সাংবাদিকতার পরিচয় দিয়ে বিগত ১৯-০৩-২০২৪ ইং তারিক রাত ১১.৪১ মিনিট২০ /০৩/২৪ ইং তারিখ রাত ১২.০৭ ও ১২.৪৮ মিনিটেসত‍্য খবর ৭১/Sotto khabar 71 নামিয় ফেসবুকপ্রোপা ইল পেইজ এ –

দিঘলী ইউনিয়নের রমাপুর গ্রামে ভুমি রেকর্ড দাবিতে দ খলের অভিযোগে একটি মিথ্যা সৃজিত,বানোয়াট প্রকৃ ত ঘটনাকে আড়াল করে।ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে।উক্ত সংবাদ এর মাধ্যমে মরহুম নুরুল ইসলাম” পিতা মরহুম আব্দুল আজিজ”আমি ও আমার বড় ভাই মোঃ ইকবাল হোসেন (বিশিষ্ট ব্যবসায়ী ওসমাজসেবক )কে সুপরিকল্পিতভাবে আমাদের বৈধ পৈত্রিক মালিকা না সম্পত্তি বিষয় সম্মান,পারিবারিক ও সামাজিক মর্যা দার উপর আঘাত ও মানহানির চেষ্টা করিতেছে।

সে কিছু দুষ্ট প্রকৃতির মহিলাদেরকে নিয়েআমাদেরজমি তে অবৈধ অনুপ্রবেশ করিয়ে দিয়ে ভিডিও ধারণ করে আমাদের শান্তিপূর্ণ কাজে বাধা দেয় উক্ত মহিলারাদে শীয় অস্ত্র লাঠি মরিচের পানি নিয়ে আমাদের শ্রমিক দের উপর হামলা করে।

এমন পরিস্থিতিতে আমি ১৩ নং দিঘলী ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় জনাব সালাউদ্দিন চৌধুরী কে অবহিত করি।তিনি ইউনিয়নের সৃঙ্খলা রক্ষার সার্থে ঘটনার স্থানে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন।

সন্মানিত সাংবাদিক ভাইয়েরা,সাংবাদিকতা একটা পবিত্র পেশা কিন্তু রাসেদুল হাসানের মতো কিছু অসাধু ব্যক্তির কারণে সাংবাদিক ভাইদের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস দিন দিন হারিয়ে যাচ্ছে। এবং দেশরত্ন শেখ হাসিনার দলিল যার জমি তার এ আইনের বিধান লঙ্ঘন করা হচ্ছে।সর্বশেষ সাংবাদিক ভাইদের কাছে বিনীত অনুরোধ এই ধরনের নামদারি অশিক্ষিত ও প্রেসক্লাবের সদস্য বিহী ন ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আপনাদেরস হ যোগিতা কামনা করছি।

উক্ত সম্পত্তি আমাদেরপৈত্রি ক সম্পত্তি শতভাগ বিশু দ্ধ রেজিষ্টিকৃত দলিল আমাদের পিতা মরহুম নুরুল ইসলামের নামে রেকর্ডকৃত (দিয়ারা এবং আর এস) ও সরকারি খাজনা পরিশোধিত।সত্য উদযাপন করে সুস্থ তদন্তের ভিত্তিতে অপরাধীদে রকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হোক।বিশেষ দ্রষ্টব্য: সম্পত্তির সকল কাগজপত্র ডকুমেন্ট আকারে দেয়া হলো।



Our Like Page
Developed by: BD IT HOST