প্রথম বাংলা – ময়মনসিংহ জেলা মুক্তাগাছায় প্রতিপক্ষের হামলায় এক যুবলীগ কর্মী খুন হয়েছে।
অনুসন্ধানে জানা যায়
যুবলীগ কর্মী নিহত আসাদ উপজেলার তারাটি পূর্ব পাড়ার শামছুল হকের ছেলে এবং নাহিদ (২০) গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছে সে উপজেলার মুজাটি চরপাড়া গ্রামের মোজাম্মেল হক মোকার ছেলে,আসাদের সংসারে স্ত্রী,দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।আসাদের মৃত্যুর বিষয়টি তার চাচাতো ভাই ফারুক নিশ্চিত করেন।
উপজেলার আটানি বাজার ও চৌরঙ্গী মোড়ে সোমবার রাত ৮ টা ৫০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছেন।এদিকে পরিবারের লোকজনের দাবি,উপজেলা তারাটির রাশেদ,ইসমাইল,খাইরুল,দেলোয়ার,রাহাত,লিংকন,লিমন ,মমিনুল,শহীদলুৎফর,নন্দীবড়ির জামান এবং লক্ষ্মীখোলার শুভ ও সোহাগ এ হামলা চালাই।