মোহাম্মদ আবু নাছের
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা হামিদিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এমএ আউয়াল ও শিক্ষক নিজাম উদ্দিন কর্তৃক ৪র্থ শ্রেণীর কর্মচারী (আয়া) ফারজানা আক্তার পপি লাঞ্ছিত হওয়ায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ও তাঁর পরিবার।
বুধবার (০৩ মে ) নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা হামিদিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এমএ আউয়াল ও শিক্ষক নিজাম উদ্দিন কর্তৃক ৪র্থ শ্রেণীর কর্মচারী (আয়া) ফারজানা আক্তার পপি’র সাথে নিয়ম-বহির্ভূত কর্মকান্ড ও তাঁর অসুস্থজনিত ছুটি মঞ্জুরে গড়িমসি, মাদ্রাসায় নিজকর্মে দায়িত্ব পালনে বাঁধা প্রদান, জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর গ্রহণের চেষ্টা, জোরপূর্বক মাদ্রাসা থেকে বের করে দেয়া, অশালীন ব্যবহার ও যৌন হয়রানির প্রতিবাদ ও প্রতিকার চেয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় সেনবাগ বাজারের ফুড জোন রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ও তাঁর পরিবার।
এ বিষয়ে সাংবাদিকদের পক্ষ থেকে ম্যানেজিং কমিটির সভাপতির এম.এ আউয়াল এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা ম্যানেজিং কমিটির সকল সদস্য সভার রেজুলেশন মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আগামীতেও আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবো।