নিজস্ব প্রতিবেদক প্রথম বাংলা – আজ সোমবার (১৯ সেপ্টেম্বর ২০২২) তারিখ সকাল ৯ ঘটিকায় ময়মনসিংহ নগরীর ঢোলাদিয়া নবনির্মিত বিএডিসি সার্কেল আফিস কাম ট্রেনিং সেন্টার উদ্বোধন করেন কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক, এমপি।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলাম, বিএডিসি (গ্রেড-১) চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহ, বিনার ডিজি মীর্জা মোফাজ্জল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক,
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, ময়মনসিংহ বিভাগ ও ঢাকা বিভাগের টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলায় ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মুহাম্মদ বদরুল আলম প্রমূখ।
এ সময় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, সিটি মেয়র ইকরামুল হক টিটু, মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ বিএডিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।