স্টাফ রিপোর্টার – ময়মনসিংহ সদর সাবরেজিস্টার অফিস এর মহাফেজ খানা (রেকর্ড রুম) এ প্রতিদিন কয়েক লক্ষ টাকা ঘুষ আদায় করা হয়।
জানা যায় জমির দলিল রেজিষ্ট্রেশন সম্পন্ন হওয়ার পর মুল দলিল পেতে ৪ থেকে ৫ বছর সময় লাগে।
ভুমির মালিকগণ বিভিন্ন প্রয়োজনে দলিল এর অবিকল নকল তুলতে রেকর্ড রুম এর তল্লাশকারক এর শরণাপন্ন হতে হয়।এছাড়াও উক্ত রেকর্ড রুম থেকে জমির রায়া দলিল সরবরাহ করে থাকে।
এ সকল কাজে সরকার ফ্রী নিধারন করার পরও বাড়তি অর্থ গুনতে হয় সেবা প্রার্থীদের।
সদর মহাফেজ খানাার রেকর্ড কিপার মিজানুর রহমান বাড়তি টাকা ঘুষ না পেলে নকল সরবরাহে বিলম্ব করে।বাধ্য হয়ে সেবা প্রার্থীদের ঘুষ দিতে হয়।
ময়মনসিংহ নগরীর বলাসপুর এলাকার গোলাম মোস্তফা ও মাসকান্দা আগরকান্দা এলাকার বাসিন্দা নুরুল ইসলাম মুল দলিলের নকল সরবরাহ করতে সরকার এর মাধ্যমে বাড়তি টাকা ঘুষ দিতে হয়েছে।জানা যায় বিভিন্ন নকলের সরকারি ফ্রী ৫ শ টাকা হলে দিতে হয় ৫ হাজার টাকা।
দিন শেষে রেকর্ড কিপার মিজানুর রহমান ঘুষের টাকা বিভিন্ন মহলে ভাগবাটোয়ারা করে নিরাপদে পৌঁছে দেয়। রেকর্ড রুমে সেবা নিতে গিয়ে অনেক ভুমির মালিক ক্ষোভ প্রকাশ করেছেন।