মোঃ তানভীর, সোনারগাঁও প্রতিনিধি ঃ-
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন একটি অবহেলিত জায়গা। কিন্তু সোনারগাঁও উপজেলার সবচেয়ে জনপ্রিয় মেম্বার সাকিব হাসান জয় যিনি ৬ নং ওয়ার্ডে আবার মেম্বার নির্বাচিত হয়েছেন।মেম্বার হয়েই তিনি অনেক রাস্তার কাজ শুরু করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে মেম্বার সাকিব হাসান জয় বলেন, আমি প্রথমে ধন্যবাদ জানাই জননেতা লিয়াকত হোসেন খোকা এমপি কে যিনি আমার এলাকায় এত উন্নয়ন করতে আমাকে সার্বিক সাহায্য করেছেন।আমার স্বপ্ন ছিল মেম্বার হয়ে মানুষের মুখে হাসি ফুটাবো তাই আমার এই কাজ গুলো করা এবং আমি কাজ করি তাই মানুষ আমাকে ২য় বার মেম্বার বানিয়েছেন।
আমি চাই এইবার আমার এলাকার সব উন্নয়ন মূলক কাজ করতে।সবাই আমার জন্য দোয়া করবেন।উল্লেখ্য যে তিনি চৌরাপাড়া মূল রাস্তা থেকে ইউসুফ মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা, চৌরাপাড়া ব্রিজ এর এইচ বি বি করেন।বিজয়নগর মসজিদ এর রাস্তা সিসি ঢালাই দেন,চৌরাপাড়া সরকারি -১০০ নং প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট করেন সম্প্রতি।