আবু সাঈদ শিমুল -কুড়িগ্রাম জেলা প্রধান ব্যুরো
রংপুরের মহাসমাবেশে এসে ভোট চাইলেন শেখ হাসিনা।
নৌকা মার্কায় ভোট দিলে দেশে উন্নতি হয়, বললেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।তাই আরেকবার আওয়ামীলীগ সরকার কে ভোট দিয়ে ক্ষমতায় যেতে সুযোগ করে দেওয়ার আহবান করেন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা।দেশ ও জনগণের জন্য জাতির পিতার মত জীবন দিতে প্রস্তত বলেও জানান- প্রধান মন্ত্রী।
বুধবার ২আগস্ট বিকেলে রংপুর জেলা স্কুল মাঠে, রংপুর জেলা ও মহানগর আওয়ামীলীগের জনসভায় প্রধান অথিতির সভাপতিত্বে তিনি এসব কথা বলেন ইহার আগে দুপুর ২টা পৌঁছান প্রধানমন্ত্রী।আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি আওয়ামীলীগ প্রধানের প্রথম কোনো বিভাগ সফর। তিনি বলেন,দেশের কোন মানুষের ভাগ্য পরিবর্তন ও উন্নতি করায় সরকারের লক্ষ্য।
আওয়ামীলীগ যখন সরকার এসেছে এই রংপুরে কখনও মংগা দেখা দেয়নি, রংপুরে কখনও খাদ্যের অভাবও দেখা দেয়নি, দুর্ভিক্ষও দেখা দেয়নি।বিদেশের ছেঁড়াফাঁটা জামা আর পড়তে দেখা যায়না তারা এখন নিজেকে অনেক উন্নত পরিবেশে চলতে পারেন।
আগামীতেও আর কখনও দুর্ভিক্ষের দেখা যাবেনা সেভাবে রংপুরের উন্নয়ন করছে সরকার।শেখ হাসিনা বলেন, আওয়ামীলীগ সরকার আসলে নৌকা মার্কায় ভোট পেলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় সেটা আমরা প্রমাণ করেছি।আওয়ামীলীগ সরকার আসলে রাস্তাঘাট উন্নতি,
বিনামূল্যে ঔষধ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, চালু হয়েছে।
সারের দাম কমিয়ে দেয়া হয়েছে অথচ (বিএনপি) -খালেদা সরকার সারের জন্য কৃষক হত্যা করেছিল।তিস্তা নদী পরিকল্পনা বাস্তবায়নেরও প্রতি প্রস্তুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।