মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি
পুঁথিগত বিদ্যার পাশাপাশি তত্ত্বীয় পড়াশুনার প্রায়োগিক ক্ষেত্রগুলোতে জ্ঞানার্জনের জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রিয়াল ভিজিট সম্পন্ন করেছে।শনিবার, ২৩ সেপ্টেম্বর “ম্যানেজ মেন্ট থটস” কোর্সের প্রায়োগিক বিষয়ে জ্ঞানার্জনের জন্য অত্র বিভাগের প্রভাষক প্রশান্ত কুমার পোদ্দারের তত্ত্বাব ধানে শিক্ষার্থীদের ৩৫ সদস্যের একটি দল গাজীপুরস্থ হা-মীম ডেনিম মিলসে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট সম্পন্ন করেন।
কাঁচামাল, উৎপাদন, সরবরাহ ও কর্মী ব্যবস্থাপনার ওপর শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের সাপেক্ষে ব্যবহারিক জ্ঞানের মেলবন্ধন ঘটানোর মাধ্যমে শিক্ষার্থীদের ৪র্থ শিল্প বিপ্লবের যুগোপযোগী ও দক্ষ করে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের এই উদ্যোগ।উল্লেখ্য, হা-মীম গ্রুপ টেক্সটাইল এবং গার্মেন্টস সেক্টরে বৃহত্তম বাংলাদেশী গ্রুপ অব কোম্পানিগুলোর মধ্যে একটি। এছাড়াও প্রতিষ্ঠানটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি প্রতিষ্ঠান।
ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে আসা একজন শিক্ষার্থী জানান,
আমরা আজকে হা-মিম গ্রুপের প্রসেসিং পদ্ধতি,ব্যবহার কৌশল,ধারাবাহিকতা,কর্মী ব্যবস্থাপনা,কাজের পরিবেশ ইত্যাদি বিষয় হাতে কলমে পর্যবেক্ষণ করলাম। এই ব্যবহারিক জ্ঞান অবশ্যই আমাদের কর্ম জীবনে কাজে লাগবে। এছাড়াও আজ এটা বুঝতে পারলাম যে, তাত্ত্বিকজ্ঞানকে কিভাবে কাজে ব্যবহার করতে হয়।
ইন্ডাস্ট্রিয়াল ভিজিট সম্পর্কে ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ও “ম্যানেজমেন্ট থটস” কোর্সশিক্ষক প্রশান্ত কুমার পোদ্দার বলেন,একটি বিষয়ে পরিপূর্ণ জ্ঞানার্জনের জন্য কেবল শ্রেণিকক্ষ ভিত্তিক পাঠদান চূড়ান্ত নয়, সঙ্গে সঙ্গে এর প্রায়োগিক অংশ সম্পর্কে জানতে হয়। তাই এরকম ইন্ড্রাস্ট্রিয়াল ভিজিটের আয়োজন। ইন্ডাস্ট্রিয়াল ভিজিটটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহায়তা করায় উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করছি আজকের এই ইন্ড্রাস্ট্রি ভিজিটটি শিক্ষার্থীদের পরিপূর্ন জ্ঞানার্জনে সহায়ক ভূমিকা পালন করবে।