রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে করোনাকালিন শেষ বিদায়ের সারথী কাপন দাপন টিমের সদস্যদের রাউজান পৌরসভার পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। ১৯ এপ্রিল বুধবার রাতে পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন,শরিফুল হক মুন্না,বেলাল হোসেন সিফাত,করোনা দাপন কাফন টিমের সদস্য মোহাম্মদ ইউছুফ,মোহাম্মদ এজাহার,মোহাম্মদ মোজাম্মেল,মোহাম্মদ শিপন,আরিয়ান কবির,ইউনুচ মিয়া সহ অন্যান্য সদস্যবৃন্দ। এসময় পৌর মেয়র জমির পারভেজ কাফন দাফন টিমের সদস্যদের উদ্দেশ্য করে বলেন আপনাদের এই কার্যক্রম চলমান রাখুন যেকোন ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
বি:দ্র: রাউজান সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় পৌরসভার পক্ষ থেকে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস সেবা চলমান রয়েছে। যেকোন মুমূর্ষু রোগী এই সেবা গ্রহন করতে চাইলে পৌর কতৃপক্ষের সাথে যোগাযোগ করার আহবান জানিয়েছেন মেয়র জমির উদ্দিন পারভেজ।