July 27, 2024, 8:51 am
শিরোনামঃ
কোটা সংস্কার আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধী অপশক্তির দেশব্যাপী নৈরাজ্য প্রতিবাদে মুক্তিযোদ্ধা সন্তানদের মানববন্ধন উলিপুরের থেথরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের মৃ/ত্যু : লাখো মানুষের ভীর শাহজাদপুরে দেশী মদের দোকান সিলগালা করায় মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ জামালপুর জেলায় ধান – চাউল সংগ্রহের চিত্র ২টি আগ্নেয়াস্ত্র ও ২০৬ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে সিটিটিসি ১৬২ সদস্যকে ডিএমপির কল্যাণ তহবিল হতে আর্থিক অনুদান প্রদান উপবৃত্তির অর্থ পাইয়ে দিতে প্রতারণার ফাঁদ, মাউশির জরুরি বিজ্ঞপ্তি বিশেষ সম্মাননা পুরস্কার পেলেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবি”র ওসি ফারুক হোসেন ঘুরেফিরে প্রভাবশালীরা ঢাকায়, গণপূর্তের ৫ নির্বাহী প্রকৌশলীর বদলি সিটিসি ডা: গোলাম রব্বানীই শেষ কথা: প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পে কসাইখানা নির্মাণে ভয়াবহ দুর্নীতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে কৃষি অফিসারের বিরুদ্ধে কৃষকের টাকা আত্মসাৎ ও দূর্নীতির অভিযোগ

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃরাজশাহী জেলার পবা উপজে লার মাননীয় প্রধানমন্ত্রী গ্রীষ্মকালীন পেঁয়াজ প্র নোদনার কৃষকের টাকা আত্মসাৎ ও দূর্নীতির অভিযোগ করেছেন অসহায় ও দরিদ্র কৃষকেরা।২০২১-২২ অর্থবছরে খরিপ/ ২০২১-২২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও ২০২২-২৩ অর্থ বছরে গ্রী ষ্মকালীন পেঁয়াজ প্রনোদনার উপকরণ (পলি থিন,বালাই নাশক ও লাইলন সুতলি) দূর্নীতি করেছেন মোঃ শফিকুল ইসলাম উপজেলা

কৃষি অফিসার,পবা,রাজশাহী।

গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রনোদনার প্রকল্পের উপ করণ বিনামূল্যে প্রথম পর্যায়ে ২৭০ দ্বিতীয় পর্যা য়ে ২৫০ সর্বমোট ৫২০ জন কৃষকের মাঝে বিতর ণ করা হয় চারা উৎপাদন কৃষক প্রতি ৫২৪৯ টা কা এর মধ্যে বিকাশের মাধ্যমে ২৮০০ টাকা প্রতি কৃষকের একাউন্টে প্রদান করার কথা থাকলেও এর মধ্যে কিছু লোক এখনও বিকাশে টাকা পায় নাই।

অনুসন্ধানী তথ্যে কৃষকের সাক্ষাৎকারে তারা জা নান বাকি ২৪৪৯ টাকার মধ্যে পলিথিন বাবদ ২১ ০০ টাকা বালাইনাশক বাবদ ১০০টাকা লায়লন সুতলি বাবদ দেড়শ টাকা অন্যান্য খরচ বাবদ ১৪ ৪ টাকা ভাউচার প্রদান করেন।পলিথিন সরজমি নে দেখা যায়,কৃষকরা পেয়েছেন ৫০০ টাকার পলিথিন,বালাই নাশক ৮০ টাকা,সুতলি ১৫ টাকা করে তিনটি প্লাস্টিকের দড়ি দেয়া হয় ৪৫ টাকা, প্রতি কৃষকের প্রনোদনার টাকা আত্মসাৎ করেন ১৮৬৯ টাকা,৫২০ জন কৃষকের সর্বমোট ১৮৬৯× ৫২০= ৯,৭১,৮৮০/- ( নয় লক্ষ একাত্তর হাজার আটশত আশি) টাকা। উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম আত্মসাৎ করেন। এই বিষয়ে কৃষকরা জানান

যেখানে মাননীয় প্রধানমন্ত্রী কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দারিদ্র্য ও অসহায় কৃষকের প্রণোদনার ব্যবস্থা করেছেন মাননীয় প্রধানমন্রী সেই প্রণোদ নার বরাদ্দ অর্থ আত্মসাৎ করেন পবা উপজেল অফিসার মোঃ শফিকুল ইসলাম। কৃষিদের প্রণো দনার সঠিক ভাবে বন্টন না করে টাকা আত্মসাৎ করেছেন তিনি।

অসহায় ও দরিদ্র কৃষকের অর্থ আত্মসাৎ কারী এদের তদন্ত গ্রহণের করে সঠিক ব্যবস্থ গ্রহনের জন্য উপজেলা নির্বাহী অফিসার ( উই এন ও) বরাবর লিখিত অভিযোগ করেন ভূক্ত ভূগি কৃষকগন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page