রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপ জেলা প্রেসক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ক্লাবের সদস্যদের সর্বসম্মতিক্রমে দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি পাটোয়ারী হোসেন শরিফকে সভাপতি এবং দৈনিক প্রতিদিনের সংবাদ ও ডেইলি ট্রাইবুনাল প্রতিনিধি তৌহিদুল ইসলাম কবিরকে
সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট এ কার্যকরী কমি টি ঘোষণা করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলে র সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সালেহ আহম্মদ পাটো য়ারী।ক্লাবের নির্বাচিত অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-স ভাপতি হাজী মোঃ মহসিন (এস টিভি বাংলা),সহ-সভাপতি একে এম মহি উদ্দিন, (দৈনিক দেশের কন্ঠ),যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসেন (দৈনিক গনজাগরণ),
কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম (দৈনিক ঢাকা প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জাহিদ হাসান (এশিয়ান টিভি),দপ্তর সম্পাদক মোঃ নুর হোসেন রিপন,(দৈনিক স ময়ের কথা), ক্রীয়া ও সংস্কৃতিক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম রুবেল হোসেন (দৈনিক সকালের সময়)।এছাড়া কার্যনির্বাহীর সদস্য হিসেবে নির্বাচিত হন মোঃ শ্যামছুল আ লম মজুমদার (ডিপিসি টিভি),মোঃ আলমগীর হোসেন (দৈ নিক মা- মাটি- মানুষ),মোঃ ফয়েজ আলম (দৈনিকআমাদে র মাতৃভূমি),মহিবউল্যাহ (দৈনিক আমাদের স্বদেশ),নাজমু ল হোসেন বাপ্পি (বাংলার প্রতিদিন),মেহেদী হাসান (সত্যের সন্ধানে)।