March 27, 2025, 1:55 pm
শিরোনামঃ
নতুন রেঞ্জ ডিআইজিকে সিও, র‍্যাব-১৪ এর ফুলেল শুভেচ্ছা  ৩৭ লক্ষাধিক টাকা মূল্যের রড বোঝাই লরি ছিনতাই করার সময় দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা বিশেষ কায়দায় লুকানো ৪০ লক্ষ টাকা মূল্যের গাঁজা ও পিকআপসহ মাদক কারবারি দেলোয়ারকে গ্রেফতার ধানমন্ডিতে র‌্যাব পরিচয়ে দুর্ধর্ষ; ডাকাতির কাজে ব্যবহুত সরঞ্জাম, নগদ টাকাসহ সংঘবদ্ধ দলের ছয় সদস্যকে গ্রেফতার সাতক্ষীরায় বোরোধানে কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা ভুক্তভোগী কৃষক অন্যরা আতংকিত লক্ষ্মীপুরে বিধবার কৃষি জমির মাটি লুট, সাংবাদিক কে বিএনপি নেতার হুমকি মহান স্বাধীনতা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা ও শহীদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মহান স্বাধীনতা দিবস ২০২৫ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে র বীর শহিদদের প্রতি পুনাক সভানেত্রীর শ্রদ্ধা নিবেদন তেরখাদা থানা পুলিশের অভিযানে কয়েকটি মামলার আসামী আটক গ্রেফতার।(১১)
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রায়পুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি পীরজাদা মোঃ মাসুদ হোসাইন এর বাইক চুরি প্রশাসনের হস্তক্ষেপ দাবী

Reporter Name

 

রায়পুর, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর জেলার রায়পুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি পীরজাদা মোঃ মাসুদ হোসাইন এর বাইক চুরি হয়েছে। রায়পুরে প্রায় প্রতিদিন দু-একটি মোটর সাইকেল চুরির সংবাদ পাওয়া গেলেও প্রশাসন নির্বিকার। গতকালও দুটি মোটর সাইকেল চুরির খবর পাওয়া গেলেও বাইকগুলো উদ্ধার অথবা চোর চক্রকে ধরার ব্যাপারে পুলিশ প্রশাসনের কোন তৎপরতা দেখা যায়নি।

মোটর সাইকেল চুরির পিছনে এখানে রয়েছে শক্ত সিন্ডি কেট ভুক্তভোগীরা বলছে,কিছু অসাধু পুলিশ ও রাজনৈতি ক কর্তাদের মদদে চোর সিন্ডিকেট এহেন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।মোটর সাইকেল মালিকদের মধ্যে প্রতিনিয়তআতঙ্ক ছড়িয়ে পড়ছে। চোরদের মধ্যে রায়পুর নতুন বাজারের শি শির,পৌর ৭ নং ওয়ার্ডের তছলিম উদ্দীনের ছেলে পারভে জ,পৌর ৮ নং ওয়ার্ডের বয়াতী বাড়ির আস্বাদ আলীর ছেলে মঞ্জু,কালির ছেলে মাসুদ, বিচি ফারুক,রহিম শাহীন অন্যতম। এদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। এদের কেউ কেউ পুলিশের সোর্সের কাজ করে এদের দু-একজনকে মাঝেমধ্যে পুলিশ গ্রেফতার করলেও জামিনে এসে তারা একই কাজ করে।

রায়পুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি পীরজাদা মোঃ মাসুদ হোসাইন বলেন,গতকাল ৫ সেপ্টেম্বর মঙ্গলবার মাগরীবের নামাজ পড়ার সময় রায়পুর মীরগঞ্জ রোডের ফারুকীয়া মা দ্রাসার সামনের বাসা থেকে মোটর সাইকেলের তালা ভে ঙে চোরচক্র তার লক্ষ্মীপুর-ল ১১- ১৭১৬ জিক্সার এসএফ মোটর সাইকেলটি নিয়ে যায়।

রায়পুর দলিল লেখক সমিতির সাঃ সম্পাদক ও রায়পুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কাজী গুলজার বলেন,কিছুদিন আগে আমার ছেলে ছাত্রলীগ নেতা কাজী হেমায়েত কাদের পানুর মোটর সাইকেলটি নিয়ে যায় চোর চক্র।রায়পুর পৌর আওয়ামীলীগ এর সাঃ সম্পাদক আবু সাইদ জুটন জানান, তার ভাই খোকনের মোটর সাইকেল টি মীরগঞ্জ রোড থেকে নিয়ে যায় চোরচক্র।রায়পুর নতুন বাজারের বাসিন্দা ব্যাবসায়ী ও বিএনপি নেতা সেলিম জা নান,তার মোটর সাইকেলটিও কিছুদিন আগে চোরচক্র নিয়ে যায়,থানায় জিডি করার পরও কোন ফল পায়নি তারা

রায়পুরের সকল সাংবাদিক নের্তৃবৃন্দ এসব চুরির প্রতিবাদ জানান। রায়পুর রিপোর্টার্স ইউনিটির সাঃ সম্পাদক মাহমুদ সানী প্রতিবাদ জানিয়ে বলেন,আমাদের রিপোর্টার্স ইউনিটি র সভাপতি পীরজাদা মোঃ মাসুদ হোসাইন ভাইয়ের বাইক চুরির তীব্র নিন্দা জানাই, পাশাপাশি মোটরসাইকেলটি উদ্ধা র করতঃ দ্রুত চোরচক্রকে সনাক্ত করে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন তিনি।

রায়পুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ গঠনাটি শু নে দূঃখ প্রকাশ করেছেন, এবং পুলিশ প্রশাসনকে বাইকটি উদ্ধার করা এবং চোরচক্রকে ধরার আহবান জানিয়েছেন।

যায়যায়দিন,রায়পুর উপজেলা প্রতিনিধি ইকরাম হোসেন মুকুল পাটোয়ারী এ ব্যাপারে দূঃখ প্রকাশ করে বলেন, পুলিশ প্রশাসন দ্রুত মোটরসাইকেলটি উদ্ধার করতে হবে। মোহনা টিভি লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি নাজিম উদ্দিন রিয়া দ এই চুরির প্রতিবাদ জানিয়ে বলেন, প্রত্যেকটি ডিজিটাল নাম্বার প্লেটে একটি মেমরি থাকে, সেই মেমরির সূত্র ধরে চোরাই বাইকগুলো ইচ্ছা করলে পুলিশ দ্রুত ধরতে পারে, পুলিশ প্রশাসনকে দ্রুত বাইক উদ্ধার করতঃ চোরচক্রকে ধরার আহবান জানিয়েছেন তিনি।

রায়পুর থানার অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া বলেন, রায়পু র রিপোর্টার্স ইউনিটির সভাপতি পীরজাদা মোঃ মাসুদ হো সাইন এর বাইক চুরির লিখিত অভিযোগ পেয়েছি বাইক উদ্ধার এবং চোরচক্রকে ধরার চেষ্টা চলছে।



Our Like Page
Developed by: BD IT HOST