June 23, 2025, 3:09 am
শিরোনামঃ
জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ এর অভিযানে দুই জন চিহ্নিত চাঁদাবাজ গ্রেফতার সাধারণ জনগণের কথা বিবেচনা করে কাজ করুন- ডিসি মুফিদুল আলম দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৫৬ বাংলাদেশ নেভাল একাডেমিতে তরুণ নৌ কর্মকর্তাদের কুচকাওয়াজে মুগ্ধ সেনাবাহিনী প্রধান ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন শাপলা প্রতীক চায় এনসিপি সচিবালয়ের কর্মচারীরা সোমবার দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবেন ৭ পুলিশ সুপারকে বদলি মৎস্য অধিদপ্তরের প্রকল্প,অডিটে ধরা পড়লো ২৫৮ কোটির অনিয়ম চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা: সাংবাদিকদের মধ্যে বৈষম্য নয়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রিয়াদে দেশের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহনে পিঠা মেলা অনুষ্ঠিত

Reporter Name

ফারুক আহমেদ চান,মধ্যপ্রাচ্য ইনচার্জ!বেশ ঘটা করেই রিয়াদে প্রবাসীদের ইতিহাসে দেশের শীর্ষস্থানীয় সংগীত তারকাদের অংশগ্রহণ নিশ্চিত করে প্রবাসের সাংস্কৃতিক বিনোদনে প্রথম ইতিহাসের সাক্ষী হলো রিয়াদের বহুল আলোচি বন্ধু মহল।:বন্ধু মহল নামের অ-রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক এ প্লাট ফর্মটি তাদের সক্ষমতায় চমক দেখিয়েই বড় ধরনের সাফল্য অজর্ন করে।গেলো শুক্রবার রিয়াদে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী সমাজের আলোচিত বন্ধু মহল আয়োজন করে পিঠা মেলার আর এ মেলাকে ঘিরেই রিয়াদে তৈরী হয় প্রাণচাঞ্চল্য এতে বাহারী রকমের সুস্বাদ পিঠার পাশা পাশি ছিলো দেশের জনপ্রিয় শিল্পীদের নাচ গান।অনুষ্ঠান উপস্থাপক সাংবাদিক আবদুল হালিম নিহন ঘোষনা করেন দেশীয় বিখ্যাত শিল্পীদের নাম।আর এমনি করেই আনন্দ আর উচছাসে ফেটে পড়েন হাজার হাজার প্রবাসীরা।এ অনুষঠানে ই ছিলো প্রবাসের সব জনপ্রিয় শিল্পীরা।শুরুতে সুচনা বক্তব্য রাখেক অনুষ্ঠান আয়োজক সংগঠনের প্রধান সেনাপতি সৌদিতে বাংলাদেশী অন্যতম বিনিয়োগ কারী মীর রাসেল সুজন।বক্তব্য দেন বন্ধু মহলের অন্যঅন্য সদস্যরা।

এ অনুষ্ঠানে ছিলো ভারত পাকিস্তানের জনপ্রিয় আরও কত সংগীত শিল্পী দেশের জনপ্রিয় শিল্পী প্রতীক হাসান,ইশরাত র্মিজা,অভিনেত্রী রেসি,ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী রফিকের গানে প্রবাসী দর্শকরা ছিলেন উচছাসে মাতোয়া রা।বাংলাদেশ থেকে আগত শিল্পীরা অনুষ্ঠানের দর্শক ও আয়োজক দের ভুয়শী প্রশংসা করেন।প্রথম বারের মত তারা সৌদিতে আসতে পেরে বন্ধু মহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ১৮০ রকমের পিঠা ছিলো যার থেকে সেরাদের সেরা নির্বাচিত দের হাতে তুলে দেওয়া হয় পুর স্কার। গানের সাথে সাথে ছিলো রিয়াদে ক্ষুদে বাংলাদেশী শিশুদের দৃষ্টি নন্দিত নাচ প্রবাসীদরাএমন আয়োজনে আন ন্দ ও উচছাস প্রকাশ করেন এবং বন্ধু মহল কে ধন্যবাদ জানান তারা।গভীর রাত পর্যন্ত চলে রিয়াদে প্রথম বারের মত দেশের জাতীয় শিল্পীদের অংশগ্রহণে উৎসব মুখর প্রবাসীদের মহা মিলন মেলা।



Our Like Page
Developed by: BD IT HOST