ফারুক আহমেদ চান,মধ্যপ্রাচ্য ইনচার্জ।
রিয়াদ আজিজিয়া ক্রিকেট টুর্নামেন্ট -২০২৩ইং অনুষ্ঠিত হয়।
খেলায় কুমিল্লা কিং স্টার চ্যাম্পিয়ন হয়,রার্নাস আপ হয় ঢাকা নবাব গঞ্জ বন্ধু একাডেমি।রিয়াদের আজিজিয়া মাঠে আজিজিয়া মেডিনোভা মেডিকেল সেন্টার আয়োজিত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন সৌদিতে বাংলাদেশী বিশিষ্ট ব্যবসায়ী গিয়াসউদ্দিন রাজ,বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দীন,বিশিষ্ট ব্যবসায়ী নাসির হোসেন,মোডিনোভা মেডিকেল সেন্টার এর এমডি নুরুল আমিন হাওলাদার নুরু,
আবদুর রহমান সওদাগর এর সভাপতিত্বে শেখ রাকীব ও তাই সাইফুল খান এর পরিচালনায় অনুষ্ঠিত খেলায় বিপুল সংখ্যা বাংলাদেশী প্রবাসী ছাড়াও পাকিস্তান,ভারত,নেপা লের দর্শকরা আনন্দ ঘন খেলা উপভোগ করেন।শেষে চ্যামপিয়ন,ও রানার্স আপ দলের হাতে টপি তুলে দেন অতিথিরা।উপস্থিত দর্শকেরা এমন আয়োজনে আজিজিয়া মেডিনোভা মেডিকেল সেন্টার এর ভুয়শী প্রশখসা করেন।