রিয়াদে গ্রীন বাংলা ক্রিকেট টিমের স্পোর্টস ফেস্টিভাল অনুষ্ঠিত ;ফারুক আহমেদ চান,মধ্য প্রাচ্য ইনচার্জ!!শুক্রবার রিয়াদের আরকান ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে ডিমসি গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রবাসী বাংলাদেশিদের জন্য ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন টুর্নামেন্ট সহ আগত দর্শক ,মহিলা ও শিশুদের জন্য ছিল বিভিন্ন ধরনের খেলার আয়োজন।
দুপুর থেকে শুরু হওয়া বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।
গ্রীনবাংলার মিডিয়া ও মার্কেটিং ম্যানেজার ফখরুল ইসলামের সঞ্চালনায় টিম ম্যানেজার আল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের মিশন উপ প্রধান আবুল হাসান মৃধা, দূতাবাসের ইকোনোমিক কাউন্সিলর মর্তুজা জুলকার নাইন,
প্রেস উইংয়ের ১ম সচিব ফখরুল ইসলাম, লেবার উইংয়ের প্রথম সচিব আলমগীর হোসাইন, ডিএমসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এনটিভি সৌদি আরব প্রতিনিধি সাংবাদিক ফারুক আহমেদ চান।রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বিওডি চেয়ারম্যান মোহাম্মদ শোয়াইব।
এছাড়াও উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া গণমাধ্যম কর্মীরা।