October 16, 2024, 6:40 am
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রৌমারী উপজেলা পরিষদ উপ-নির্বাচন আগামীকাল

Reporter Name

লিটন চৌধুরী রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

ইভিএমের মাধ্যমে বুধবার (২রা নভেম্বর) কুড়ি গ্রামের রৌমারী উপজেলা পরিষদ উপ-নির্বাচন ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।উপজেলার ছয়টি ইউনিয়নে ৬৯টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।মঙ্গলবার(১নভেম্বর) সকালে নির্বাচনের দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারিদের

মাঝে ভোটগ্রহণের সরঞ্জমাদি বিতরণ করা হয়।

রৌমারী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা এমদাদুল হক জানান,রৌমারী উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৭জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এরমধ্যে উপজেলা আওয়ামীলীগের সাধারণ
সম্পাদক রেজাউল ইসলাম (নৌকা প্রতিক), আওয়ামীলীগের বিদ্রোহীপ্রার্থী হিসেবে প্রতিদ্ব ন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শহিদুল ইসলাম শালু(কাপ পিরিচ), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাইদুল ইসলাম মিনু (হেলিকপ্টার) ও যাদুরচর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মজিবুর রহমান বঙ্গবাসী (দোয়াত কলম) প্রতিক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করছেন।

অপরদিকে ইমান আলী (ঘোড়া), আলমগীর হোসেন (মোটরসাইকেল) ও মাইদুল ইসলাম (আনারস প্রতিক) নিয়ে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ব্যাপারে তিনি আরও জানান, উপজেলার ছয়টি ইউনিয়নের মোট ভোটার সংখ‍্যা ১ লাখ ৫৭ হাজার ১৫০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭৯ হাজার ১৭৩ জন ও মহিলা ভোটার ৭৭ হাজার ৯৭৭ জন। ৬৯টি কেন্দ্রের ৪৭৮টি বুথে এই উপজেলায় প্রথমবারের মত ইভিমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে এছাড়াও উক্ত নির্বাচন অবাধ,সুষ্ঠ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মাঠে ৬
ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলাবাহিনীর এক হাজার ৩৬০জন সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি ৬০ জন, পুুলিশ ৫১০ জন ও আনছার ৭৯০জন।

তিনি আরও বলেন, উপ-নির্বাচনে ৬৯ টি কেন্দ্রে
ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন করা হবে।উল্লেখ্য, চলতি বছরের ৪ জুলাই রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ মৃত্যুতে চেয়ারম্যানের পদটি শূণ্য হয়।

লিটন চৌধুরী
রৌমারী কুড়িগ্রাম
01741150232


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page