নিজস্ব প্রতিবেদক প্রথম বাংলা – ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ভারতীয় ৯৩ বোতল মদ সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে, র্যান -১৪ এর সহকারী পরিচালক মো: আনোয়ার হোসেনের, নেতৃত্বে।শম্ভুগঞ্জ পূর্ববাজার মেইন রোড আকন্দ প্লাজার সাহাবী পাঞ্জাবী টেইলার্স এন্ড বস্ত্রালয়ের সামনে থেকে ৯৩ বোতল নিষিদ্ধ ভারতীয় মদ,
তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে,নিষিদ্ধ নেশাজাতীয় মাদকদ্রব্য অবৈধ্যভাবে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে এনে নিজ হেফাজতে রেখে বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের মুখে ধাবিত করছে।
আটককৃতরা হলেন গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের মৃত শামসুদ্দিনের ছেলে সবুজ মিয়া (৫০), আ: মতিবর রহমানের ছেলে মোকারম হোসেন ইমন(১৯),
আ: মতিন মিয়ার ছেলে মো: মোস্তাকিম আহমদ (১৮) উভয় কে বিশেষ ক্ষমতা আইনে ১৯৭৪ এর ২৫-খ (২) ধারার অপরাধে র্যান – ১৪ বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা রুজু করেন।