নিজস্ব প্রতিবেদক “পুলিশই জনতা, জনতাই পুলিশ””কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অদ্য ২৯ অক্টোবর ২০২২ খ্রি. তারিখ লক্ষ্মীপুর জেলায় সফলভাবে পালিত হল কমিউনিটি পুলিশিং ডে-২০২২। জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং সেল, লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ্জামান আশরাফ মহোদয়ের সভাপতিত্বে উক্ত র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন, মাননীয় সংসদ সদস্য, লক্ষ্মীপুর-০২ মহোদয়।
অনুষ্ঠানের শুরুতে শান্তির প্রতীক পায়রা উত্তোরনের মাধ্যমে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ এর উদ্বোধন করা হয়। এসময় র্যালিতে আরো উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন অফিস প্রধানগণ, স্থানীয় জনসাধারণ সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সদস্যবৃন্দ।