নিজস্ব প্রতিবেদক –লক্ষীপুরে সদর উপজেলা চন্দ্রগঞ্জ থানা অধীনে ১৪ নং মান্দারী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড কুরু যুগী বাড়ির পাভেলের বিল্ডিং এর গেটের গ্লাস ভাংচুরের শব্দ শুনতে পায়।গভীর রাত্রে তখন আমি গেটের দরজা খুলতে না খুলতেই দেখি চার-পাঁচজন ধরে আমাকে মারধর করে।হাত পা ভেঙ্গে বিল্ডিং এর ভিতরের দরজা লাগিয়ে তারা খোঁজাখুঁজি না করে একপর্যায়ে।স্বর্ণ অলংকার টাকা-পয়সা নিয়ে যায়।
এ সময় ভুক্তভোগী পাভেল সাথে কথা বলার সময় তিনি বলেন গভীর রাত্রে আমার বাড়ি ভাঙচুর করার সময় আমি দরজা খুলতে না খুলতেই আমার উপরে অতর্কিতভাবে ডাকাতদলের হামলা করে এতে দমদম করে আমার ঘরে ঢুকে আমার আসবাবপত্র খোঁজাখুঁজি করে কিছু না পাওয়াতে আমার উপরে আসে হামলা চালায়। আমি নিরুপায় হয়ে তাদেরকে সা আলমারির চাবি দিয়ে দিই তখন তারা আমার আলমারি থেকে দশ ভরি স্বর্ণ ৩ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে আমাকে মারধর করে আহত অবস্থায় রেখে যায়।
তিনি যখন ডাকাত দলের সদস্যদের কে চিহ্নিত করতে পেরেছে বলে ডাক দিয়েছে তখন হত্যার চেষ্টা করে একপর্যায়ে তার মা কান্নার শব্দ শুনতে পায়। চিৎকারের সাথে সাথে আশপাশের লোকজন আসার সময় তারা ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার সময় হুমকি দিয়ে যাচ্ছে। মামলা করলে তাদের বাঁচতে দিবে না তখন এলাকার আশপাশের লোকজন আসে তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করেন।আমি নিরুপায় হয়ে প্রবাসী একজন সাধারণ জনগণের আইনের প্রতি শ্রদ্ধাশীল চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে অপরাধীদেরকে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।
ডাকাতি খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা ওসি তৌহিদুল ইসলামের নেতৃত্বে তদন্ত গঠন করেন সন্দেহজনক মুলক ভুক্তভোগীর পরিবারের চিহ্নিত করে একটি আসামিকে গ্রেপ্তার করেন। পারভেজ মোশাররফ(১৯), পিতা-আবুল বাশার দুলাল গ্রাম- মান্দারী (পশ্চিম মান্দারী কুরু যুগী বাড়ী)
লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ্জামান আশরাফ মহোদয়।গত ২৬ অক্টোবর পশ্চিম মান্দারী এলাকায় একটি বসত বাড়িতে চুরি ও ভাঙচুরের সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনে করেন।
এ সময় সততা নিশ্চিত করার জন্য রাত্রে আনুমানিক সাড়ে ১১ টার দিকে এলাকায় আশপাশের লোকজনের সাথে কথা বলার সময় জেলা পুলিশ সুপার মহোদয় ঘটনাস্থল পরিদর্শন শেষ সাংবাদিকের সাথে কথা বলার সময় তিনি বলেন অপরাধী সে যেই হোক না কেন আমরা তাদেরকে অতিশীঘ্রই আইনের আওতায় আনা হবে।আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পাভেল সর্বোচ্চ সহযোগিতা করবে।
এ সময় পুলিশ সুপার মহোদয় আরও বলেন মান্দারী ইউনিয়ন চুরি-ডাকাতি বেড়ে চলছে কারা এদের ইন্দনদাতা তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। ঘটনা ঘটানোর সাথে সাথে আপনারা ৯৯৯ ফোন দিয়ে সহযোগিতা নিবেন।