নূর মোহাম্মদঃ লক্ষ্মীপুরে অধিকাংশ ইট ভাটা চল ছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই।ফসলি জমি,শিক্ষা প্রতিষ্ঠান কোন কিছুর তোয়াক্কা না করে ই যত্রতত্র গড়ে উঠছে অবৈধ ইটভাটা।বসতির পাশে বাজারের পাশে গড়ে উঠছে দেদারছে ইটভাটা।
এসব ইটভাটায় আবার অবাধে পুড়ছে কাঠ
ফসলি জমির টপ সয়েল লুট করে কৃষি উৎপাদন হুমকির মুখে।পাওয়ার টিলার মাটি পরিবহন ও ইট পরিবহন করতে গিয়ে গ্রামীন সড়ক অবকাঠামো ধ্বংসের মুখে।কোথাও কোথাও সরকারি খাল, খাস জমির মাটিও লুটে নিচ্ছে মাটি খেকোরা।
লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে জেলায় বর্তমানে বৈধ অবৈধ মিলিয়ে ১৬০ টির মত ইট ভাটা রয়েছে। তার মধ্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে মাত্র ১১০টি ইটভাটার। এদের মধ্য আবার অধিকাংশ ছাড়পত্র নবায়ন করেনি।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান আছে।
ইতিমধ্যে ৩ টি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে, এবং ২১ টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।