নূর মোহাম্মদঃ লক্ষ্মীপুরে অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করা হয়েছে, এবিষয়ে সোমবার বিকেলে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ,আটক ডাকাতরা হলো, মিয়াদ হোসেন রাব্বি(২০) পিতা ওমর ফারুক, আজাদ ওরফে চশমা আজাদ, (৫৮)পিতা লুৎফর রহমান, টুটুল(৩২) পিতা মৃত সুজা মিয়া, মোঃ আলম ওপফে খোরশেদ ডাকাত (৪৩) পিতা শহিদুল ইসলাম।
আটককৃত ডাকাতরা ৩ অক্টোবর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ৪ নং চররুহিতা ইউনিয়নে চর মন্ডলে একটি বাড়িতে ডাকাতি করে পালিয়ে যায়।
পরে ৯৯৯ ফোন করলে লক্ষ্মীপুর সদর থানার পুলিশের এস আই কাউসার ফোর্স নিয়ে তল্লাশি করে ডাকাতদের আটক করে।
এ ঘটনায় লক্ষ্মীপুর মডেল থানায় মামলা দায়ের করা হয় যাহার নং০৯ তাং ০৩/১০/২০২২।