নূর মোহাম্মদঃ লক্ষ্মীপুর সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।বুধবার জেলা প্রাণীসম্পদ দপ্তরের মাঠে অনুষ্ঠিত প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন খামারীগণ তাদের খামারের প্রাণী ও ড্রেইরীখামারে উৎপাদিত পণ্য সামগ্রী প্রদর্শন করেন।
এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসে বে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোহা ম্মদ আনোয়ার হোছাইন আকন্দ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলার চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু, জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক ডঃ জাকির হোসেন, লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান হোসেন,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ যোবায়ের হোসেনসহ প্রাণীসম্পদ দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় সঞ্চালনা করেন এলইও ইসরাত জাহান,
সভায় প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক বলেন প্রাণী সম্পদের উন্নয়ন মানেই বাংলাদেশের উন্নয়ন।
তিনি প্রাণীসম্পদের উন্নয়নে তার সহযোগিতার প্রতিশ্রুতি দেন।সভায় সভাপতিত্ব করে ইউএনও সদর মোঃ ইমরান হোসেন।