July 14, 2025, 2:40 am
শিরোনামঃ
চাঁদার টাকাসহ বিএনপি নেতাকে হাতেনাতে ধরল সেনাবাহিনী রাজধানীর খিলক্ষেত ও উত্তরা এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে যৌথঅভিযান: গ্রেফতার ৮ আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও ২ মাস সোহাগ হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার আ.লীগকে ফেলে দেওয়ার জন্য যা দরকার ছিল, সব করেছি : সিবগাতুল্লাহ রাজধানীর কলাবাগানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে পুলিশ ছদ্মবেশী চাঁদাবাজ গ্রেফতার জাতীয় ভলিবল প্রতিযোগিতায় পুলিশ নারী ভলিবল দল চ্যাম্পিয়ন সাগর হত্যা মামলার আসামি খন্দকার বাকি বিল্লাহ গ্রেফতার ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার গ্রেফতার ৩
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুরে যুবলীগ ছাত্রলীগ নেতা নোমান রাকিবের হত্যাকারীদের গ্রেপ্তারএর দাবিতে মানববন্ধন

Reporter Name

মোহাম্মদ আলী_লক্ষ্মীপুর।

লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দু ল্লাহ্ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে ফুঁসে উঠেছে যুবলীগের প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা।শনিবার (২৯ এপ্রিল) বিকে ল ৩টা থেকে ৫টা পর্যন্ত লক্ষ্মী পুর প্রেসক্লাব প্রাঙ্গণে নোমান-রাকিব হত্যার বিচারের দাবি তে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন- লক্ষ্মীপুর সদর পশ্চিম,লক্ষ্মীপুর পৌর,রায়পুর,রামগঞ্জ, কমলনগর ও রামগতি উপজেলা যুবলীগে র শীর্ষ পর্যায়ের নেতারা।

সদর পশ্চিম যুবলীগের আহ্বায়ক তাফাজ্জল হোসেন টিটু চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল হক মাহবুবের সঞ্চালনায় এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- যুবলীগ নেতা আব্দুল জব্বার লাভলু,শেখ জামান রিপন, রাকিব হোসেন লোটাস,ভিপি হেলাল,মেজবাহ উদ্দিন বাপ্পি, ওমর ফারুক সাগর,আমির হোসেন আমু,মমিন উল্লাহ সবুজ,মো. তফসির আহম্মেদ,কামরুল সরকার, রেজাউল করিম রিয়াজ,তারেক আজিজ জনিসহ প্রমুখ।

বক্তরা বলেন,যুবলীগের নোমান ও ছাত্রলীগের রাকিব ইমাকে সন্ত্রাসীরা নৃশংসভাবে গুলি করে হত্যা করে পুলিশ ইতিমধ্যে ৪ আসামিকে গ্রেপ্তার করছে। এখনো অন্য আসামীরা পালিয়ে বেড়াচ্ছে। তাদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের কর্মসূচী অব্যাহত থাকবে। আমরা আশাকরি আইনশৃঙ্খলা বাহিনী এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে প্রকৃত আসামিদের ও আইনের আওতায় আনবে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় দূর্বৃত্তদের গুলিতে নিহত হন যুবলীগ নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল নিয়ে যায় দূর্বৃত্তরা। গুলির শব্দ শুনে ঘটনাস্থল গিয়ে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা নোমানকে মৃত ঘোষণা করেন। ছাত্রলীগ নেতা রাকিবকে সংকটাপন্ন অবস্থায় ঢাকায় নেয়ার পথে মারা যান তিনিও।



Our Like Page
Developed by: BD IT HOST