November 4, 2024, 5:00 am
শিরোনামঃ
২৫ টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার বংশাল থানা পুলিশের; নিষ্ক্রিয় করলো সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট আপত্তিকর বক্তব্য, এবার ছাত্র আন্দোলনের সমন্বয়ককে শোকজ চাটখিল সেনাবাহিনী ক্যাম্পাসে অস্ত্র উদ্ধারের ভুল তথ্য দিয়ে সুরাইয়া বেগমের পরিবারকে হয়রানি ঘটনাস্থলে কিছুই পাইনি মধ্যরাতে ফরেস্ট অফিসে সাংবাদিক পরিচয়ে ৮/১০ জনের হানা থানায় জিডি মঠবাড়িয়ায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বস্বান্ত হলেন হানিফ মিয়া শাহজাদপুরে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন চাঁদাবাজদের বিরুদ্ধে রৌফাবাদ ৪৩ নং ওয়ার্ড বিএনপি’র বিশাল মিছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে জেড ফোর্স এক অবিচ্ছেদ্য অংশ মঠবাড়িয়ায় তিন সমন্বয়ক ছাত্রের বিরুদ্ধে নগদ টাকা সহ মোবাইল চুরির অভিযোগ শাহজাদপুরে জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুরে শিশুপুত্রকে গলাকেটে হত্যা মায়ের যাবজ্জীবন

Reporter Name

নূর মোহাম্মদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে স্বামীর তালাকের হুমকিতে হতাশাগ্রস্ত হয়ে একমাত্র সন্তান আয়ানুর রহমান আয়ানকে (৩) গলা কেটে হত্যার দায়ে মা সাবিনা ইয়াছমি ন শিল্পীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সাবিনা ইয়াছমিন সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মতলবপুর গ্রামের মৃত ছেরাজুল হকের মেয়ে ও লাহাকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের সৌদি আরব প্রবাসী আজিমুর রহমান আজিমের স্ত্রী।

আদালত ও এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর সাবিনা তার ছেলে আয়ানকে নিয়ে বড় বোন আয়েশা বেগমের বাড়িতে বেড়াতে যান। অসুস্থতার কারণে সাবিনা পরদিন ২৬ সেপ্টেম্বর বাড়িতে চলে আসেন। রাতে খাবার শেষে যে যার যার কক্ষে ঘুমাতে যান। মধ্যরাতে হঠাৎ সাবিনার ঘর থেকে বৈদ্যুতিক পাখার বিকট শব্দ শোনা যায়। এতে সবাই ঘুম থেকে উঠে তার কক্ষের সামনে গিয়ে ডাকাডাকি করেন। একপর্যায়ে বেড়ার ওপর দিয়ে পরিবারের লোকজন দেখতে পান, সাবিনা গলায় ওড়না পেঁচিয়ে পাখার সঙ্গে ফাঁস দেওয়ার চেষ্টা করছেন।

পাখার আঘাতে তার থুতনি কেটে যায়। এসময় খাটে আয়ানের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে দরজা ভেঙে ছাবিনাকে আত্মহত্যার থেকে রক্ষা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে আয়ানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ছাবিনাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে আয়ানের দাদা হুমায়ুন কবির বাদী হয়ে পরদিন সদর মডেল থানায় মামলা করেন। মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

আদালতে ১৬৪ ধারায় দেওয়া সাবিনার জবানবন্দিতে জানা যায়, ২০১৭ সালে চাঁদখালী গ্রামের আজিমের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের এক বছরের মাথায় আজিম সৌদি আরব চলে যান। আয়ান তাদের একমাত্র সন্তান ছিল। ঘটনার আগের দিন বোনের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন সাবিনা। তাকে মাইজদি হাসপাতালে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে বড় বোন আয়েশাও তার সঙ্গে আসেন। চিকিৎসার জন্য সাবিনার শ্বশুর হুমায়ুন কবির ও শাশুড়ি নাছিমা বেগমের কাছ থেকে কিছু টাকা চান আয়েশা। কিন্তু তারা টাকা দেননি। এতে আয়েশা নিজের বাড়িতে চলে যান।

পরে শ্বশুর-শাশুড়ি ছেলেকে দিয়ে সাবিনাকে তালাক দেওয়াবেন বলে হুমকি দেন। আজিমও সৌদি থেকে শ্বশুরবাড়িতে ফোন দিয়ে সাবিনাকে তালাক দেবেন বলে জানান। এতে হতাশ হয়ে রান্নাঘর থেকে বঁটি নিয়ে ছেলেকে জবাই করে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন সাবিনা।

২০২২ সালের ২ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ও সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মিয়া আদালতে সাবিনার বিরুদ্ধে অভিযোগপত্র দেন। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসি ম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যার ঘটনা স্বীকার করে আসামি আদালতে জবানবন্দি দিয়েছেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়ে ছে। এজন্য আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ন। পিপি আরও বলেন,রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন গ্রেফতারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন।



Our Like Page