June 22, 2025, 3:12 pm
শিরোনামঃ
বাংলাদেশ নেভাল একাডেমিতে তরুণ নৌ কর্মকর্তাদের কুচকাওয়াজে মুগ্ধ সেনাবাহিনী প্রধান ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন শাপলা প্রতীক চায় এনসিপি সচিবালয়ের কর্মচারীরা সোমবার দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবেন ৭ পুলিশ সুপারকে বদলি মৎস্য অধিদপ্তরের প্রকল্প,অডিটে ধরা পড়লো ২৫৮ কোটির অনিয়ম চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা: সাংবাদিকদের মধ্যে বৈষম্য নয় হত্যা মামলায় কারাগারে সাবেক অতিরিক্ত আইজি ইকবাল বাহার গাজীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার : আটক ২ দুদকের জালে ময়মনসিংহের শতাধিক সরকারী কর্মকর্তা-কর্মচারী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুর কর্তৃক কমিউনিটি পুলিশিং উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন

Reporter Name

লক্ষ্মীপুর কর্তৃক কমিউনিটি পুলিশিং উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন।

নিজস্ব প্রতিবেদক “পুলিশই জনতা, জনতাই পুলিশ”কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অদ্য ২৯ অক্টোবর ২০২২ খ্রি. তারিখ লক্ষ্মীপুর জেলায় সফলভাবে পালিত হল কমিউনিটি পুলিশিং ডে-২০২২। জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং সেল, লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ্জামান আশরাফ মহোদয়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন, মাননীয় সংসদ সদস্য, লক্ষ্মীপুর-০২। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, লক্ষ্মীপুর জনাব মোঃ তৌহিদুল ইসলাম, জনাব আলহাজ্ব মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু, সভাপতি, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ, জনাব মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, মেয়র, লক্ষ্মীপুর পৌরসভা,

জনাব এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, চেয়ারম্যান, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ, ডাঃ আহাম্মদ কবির, সিভিল সার্জন, লক্ষ্মীপুর, প্রফেসর মোহাম্মদ মাহাবুবুল করিম, অধ্যক্ষ, লক্ষ্মীপুর সরকারি কলেজ, ডাঃ আশফাকুর রহমান মামুন, ডিডি পরিবার পরিকল্পনা বিভাগ, লক্ষ্মীপুর, বাবু শংকর মজুমদার, সভাপতি, জেলা পূজা উদযাপন পরিষদ ও সভাপতি, সদর থানা কমিউনিটি পুলিশিং সেল, লক্ষ্মীপুর, জিয়াউল হুদা আপলু,

সভাপতি, জেলা কমিউনিটি পুলিশিং সেল, লক্ষ্মীপুর, জাকির হোসেন ভূঁইয়া আজাদ, সাধারণ সম্পাদক জেলা কমিউনিটি পুলিশিং সেল, লক্ষ্মীপুর, সৈয়দ এহতেশাম হায়দার বাপ্পি, সাধারণ সম্পাদক, সদর থানা কমিউনিটি পুলিশিং সেল, লক্ষ্মীপুর, ফরিদা ইয়াসমিন লিকা,

সভানেত্রী, মহিলা সংস্থা, লক্ষ্মীপুর, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ডিআইও-১, অফিসার ইনচার্জ লক্ষ্মীপুর মডেল থানা সহ জেলা পুলিশ এবং কমিউনিটি পুলিশিং সেলের সদস্যবৃন্দ। এসময়ে পুলিশ সুপার মহোদয় বলেন কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশ ও জনসাধারনের মধ্যে এক ধরনের সৌহার্দ্যপূর্ণ মনোভাব সৃষ্টি হয়েছে, যেকোন অপরাধই কমিউনিটি পুলিশিং এর সহায়তায় পুলিশ খুব সহজে নিবারন করতে পারে এবং মাঠ পর্যায়ে পুলিশ ও জনতা সমন্বয়পূর্বক কাজ করতে পারবে।

উক্ত অনুষ্ঠানে এসআই(নিঃ)/জনাব মোহাম্মদ কাওসারুজ্জামান শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার(CPO) ও জনাব বাবু শংকর মজুমদার, শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য(CPM) নির্বাচিত হওয়ায় উভয়কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে রচনা প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার বিতরণ করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST