ষ্টাপ রিপোর্টারঃ লক্ষ্মীপুর পলি টেকনিক ইনিস্টিউটের যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়ম ও দূর্ণীতির অভিযোগে সোমবার দূদকের লক্ষ্মীপুর ও চাঁদপুর জোনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগণ অভিযান করেন।
এসময় সিডিউল অনুযায়ী বিভিন্ন যন্ত্রপাতি যথাস্থানে এবং কোয়ালিটি অনুযায়ী পাওয়া যায় বলে যানান প্রতিষ্ঠানে ইলেকট্রনিক বিভাগের ইনস্ট্রাকটর আবু দারদা মানিক।
এসময় দূদক টিমের সাথে মালামাল স্পেশালিষ্ট গুগলে সার্চ করে ব্র্যান্ড ভ্যালু গুলো যাচাই-বাছাই করে বলেও তিনি যানান।
তিনি আরও জানান বর্তমান বাজার মূল্যর সাথে ভ্যাট আইটি যোগ করলে যে ভ্যালু আসে তার চেয়েও কম দামে অনেক পণ্য কেনা হয়েছে।প্রতিষ্ঠানের অধ্যক্ষ জহিরুল ইসলাম জানান, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় একটি পক্ষ ভূল তথ্য দিয়ে অতিরঞ্জিত সংবাদ পরিবেশন করে। আমার প্রতিষ্ঠান দূর্ণীতিমুক্ত।
দরপত্রে উল্লেখিত কাগজপত্রে অসামঞ্জস্য থাকায় কিছু প্রতিষ্ঠান কাজ পায়নি তারাই গুজব ছড়িয়েছে।ইজিপিতে দরপত্র আহ্বান করে সিডিউল অনুযায়ী দরপত্র না পাওয়া যাওয়ায় ৩-৪ বার ও রিটেন্ডার করা করা হয়।দূদক তাদের ভেরিফাইড ফেজবুক পেজে আমার প্রতিষ্ঠানে কোন ধরনের অনিয়ম হয়নি বলেও জানিয়েছে। আমি এখানে যোগদান করেছি ১ বছর হয়নি।লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ৫ টি ট্রেডে ১৯শ ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে।