নূর মোহাম্মদঃ
মানসম্মত শিক্ষা ও উন্নত নাগরিক গঠনের লক্ষ্য জেলা শহরের প্রাণ কেন্দ্রে লক্ষ্মীপুর মডেল স্কুল এন্ডকলেজে র উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেকক বিন রশিদ পিপিএম,পুলিশ সুপার লক্ষ্মীপুর,বিশেষ অতিথি হিসে বে উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম বিপ্লব,ডেপুটি রেজিস্ট্রার,ঢাকা বিশ্ববিদ্যালয় ও সদস্য,কেন্দ্রীয় বন ও পরিবেশ উপকমিটি,বাংলাদেশ আওয়ামীলীগ,মোজা ম্মেল হায়দার মাসুম ভুঁইয়া,মেয়র লক্ষ্মীপুর পৌরসভা, সদর উপজেলা শিক্ষা অফিসার আবু তালেব,জেলাকৃষ ক লীগের আহ্বায়ক সিএম আবদুল্যা,জেলা সেচ্ছাসেব ক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজসহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য পুলিশ সুপার তারেক বিনরশিদ বলেন, ২০৪১ সালের মধ্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য শিক্ষার বিকল্প নেই।পড়ালেখা র পাশাপাশি আমাদের ঐতিহ্য এবং শিকড়ের সাথেও শিক্ষার্থীদের পরিচয় করে দিতে হবে।
সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষক লীগের সদস্য সচিব ও লক্ষ্মীপুর মডেল স্কুল এন্ড কলেজের সভাপতি মিজানুর রহমান ভুঁইয়া।