December 6, 2024, 4:51 am
শিরোনামঃ
ছাত্রদলের সভায় দাওয়াত পায়নি শিবির-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ, বাস চলাচল বন্ধ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রকাশ্যে বিরোধীতাকারী স্বৈরাচার সরকারের দোসর দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চারসদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ কারাগার থেকে পালানো ৭৭০ আসামি এখনও ধরা পড়েনি: কারা মহাপরিদর্শক জয়পুরহাটে টাকা দিয়েও সার পাচ্ছেন না কৃষক ত্রিপুরায় সহকারী হাইকমিশনে হামলা-ভাঙচুর, ছিঁড়ে ফেলা হলো বাংলাদেশি পতাকা গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত অনিয়ম ও দুর্নীতিবাজ সিন্ডিকেট বহাল তবিয়তে আন্দোলনে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ডিএমপি কমিশনার সাড়ে ২২ হাজার কোটি টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকে দেয়া হয়েছে: গভর্নর
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুর রামগন্জে গৃহবধূর রহস্য জনক মৃত্যু পরিবারের অভিযোগ হত্যা

Reporter Name

মোহাম্মদ আলী,জেলা প্রতিনিধি।

লক্ষ্মীপুরের রামগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর অফিসে বীমার টাকা জমা দিতে আসা মরিয়ম বেগম (৩০) নামের এক গৃহবধূও রহস্যজনক লাশ উদ্ধার করছে থানা পুলিশ।বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাইপাস সড় কের রামগঞ্জ টাওয়ারের নীচতলা লিফটের রুমের পিছন থেকে এই লাশ উদ্ধার করা হয়। মরিয়ম বেগম নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের শ্রমিক মনির হোসেনের স্ত্রী ও দুই সন্তানের জননী।

মৃত্যু হওয়া মরিয়মের স্বামী মনির হোসেন জানান,সকালে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর মাঠকর্মী লিটনসরকা র মোবাইল করে তার স্ত্রীকে বীমার টাকা জমা দিতে আস তে বলে। পরে দুপুর ১২টার সময় তার স্ত্রী ছোট সন্তান মি রাজ(৪)কে নিয়ে রামগঞ্জ টাওয়ারের ৪র্থ তলায় বীমা কো ম্পানির অফিসে আসে। বেলা সাড়ে তিনটায় অফিসথেকে আবু নাসের নামের একজন মাঠকর্মী মোবাইল করে তার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না ও সন্তানটি কান্নাকাটি করছে এ খবর দেয়।পরে তিনি ঘটনাস্থলে এসে মার্কেটের ম্যানে জারকে শিশু সন্তান মিরাজের দেখানো অনুযায়ী নীচতলা লিফটের রুমে মরিয়মের লাশ দেখতে পায়।মনির হোসেন আরো জানান, বীমা কোম্পানীর মাঠকর্মী লিটন সরকার প্রায় তার স্ত্রীকে মোবাইল করে বিভিন্ন কথা বলতো।

মৃত মরিয়মের সন্তান মিরাজ হোসেন (৪) টাওয়ারের পরি ত্যক্ত ৫ম তলার লিফটের পাশে একটি সুড়ঙ্গ দেখিয়েবলে স্যার আমার মাকে এখান দিয়ে পেলে দিয়েছে এখন আমি আমার মাকে খুঁজে পাই না।সরেজমিনে গিয়ে দেখা যায়, টাওয়ারের ৪র্থ তলায় ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী অফিস। ৫ম তলায় ছাদ আছে কিন্তু পরিত্যাক্ত লিফটের পাশে নির্জন ও অন্ধকার একটি সুড়ঙ্গ রয়েছে, যা নীচতলা পর্যন্ত।

বীমা কোম্পানীর মাঠকর্মী আবু নাসের বলেন, তার সহকর্মী লিটন সরকার সাড়ে ১২টার দিকে গ্রাহক মরিয়মের টাকা জমা দেয়।পরে বাচ্ছাটি রেখে গ্রাহক চলে যায়। কিছুক্ষন পর লিটনও চলে যায় পরে লিটন ৩টার সময় আবার ফিরে আসে।বাচ্ছটি হাটা চলা করছে।কিন্তু অনেকক্ষন পর বাচ্ছা টি কান্নাকাটি করছে দেখে আমি মোবাইল করে মরিয়মের স্বামীকে জানাই। তার স্বামী আসলে জানতে পারি নীচতলা য় ওই গ্রাহকের লাশ পাওয়া গিয়েছে।

রামগঞ্জ টাওয়ারের সিকিউরিটি গার্ড জাকির হোসেন জানা ন,ঘটনা শুনার পর আমরা সবাই খোজাখুজির পর মরিয়ম বেগমের লাশ লিপটের পেছনে খালি জায়গা পড়ে থাকতে দেখি পরে বিষয়টি আমি মার্কেটের ম্যানেজারকে অবিহিত করি।এ বিষয়ে লিটন সরকার মোবাইলে মরিয়ম মারা যাও য়ার বিষয়টি সে কিছুই জানেন না বলে জানান।

রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জানান,লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর জেলা মর্গে প্রেরনের প্রস্তুতি চলছে পরবর্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।



Our Like Page