স্টাফ রিপোর্টার – ঢাকা ও গাজীপুরে বিভিন্ন রাজস্ব সার্কে ল ও সহকারী কমিশনার ভুমি অফিস চাকুরী করেছেন শতাধিক সার্ভেয়ার ও কানুনগো অনিয়ম ও দুর্নীতির মাধ্য মে নামে বেনামে কোটি কোটি টাকার সহায় সম্পদ গড়ে তুলেছেন।জানা যায় সহকারী কমিশনার ভুমি ( রাজস্ব সার্কেলে) অফিসে কর্মরত থাকাকালে ভুমি নামজরী, সরকারি ভুমি ব্যক্তিগত নামে পাইয়ে দিয়েছেন কোটি কোটি টাকার ঘুষ নিয়ে।
এ রকম ঘটনা বেশি ঘটছে গাজীপুর,শ্রীপুর কালিয়াকৈর, ঢাকা জেলার সাভার এবং আশুলিয়ায়।আরও জানা যায় ঢাকা ও গাজীপুর ভুমি অধিগ্রহণ শাখার বেশ কয়েকজন সার্ভেয়ার ও কানুনগো দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা কামিয়ে রাজধানীর ভাটারা,বাড্ডা,মিরপুর , উওরা এলাকায় কয়েক কোটি টাকা খরচ করে নির্মান করেছে আলিশান বাড়ি ও ফ্ল্যাট।
অনুসন্ধানে জানা যায় ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলের সাবেক কানুনগো নজরুল ইসলাম ও গাজীপুর ডিসি অফিসের ভুমি অধিগ্রহণ শাখায় সাবেক সার্ভেয়ার বেলাল হোসেন কর্মরত থাকাকালে অধিগ্রহণ কৃত ভুমি ভুয়া দলিলের মাধ্যমে ক্ষতিপূরণের অর্থ পাইয়ে দিয়ে কয়েক কোটি টাকা কামিয়ে নেয় কানুনগো নজরুল ইসলাম ও সার্ভেয়ার বেলাল হোসেন। তারা রাজধানীর ভাটারা এলাকায় কয়েক কোটি টাকা খরচ করে নির্মাণ করেছে আলিশান বাড়ি।
অপরদিকে ঢাকা ডিসি অফিসের ভুমি অধিগ্রহণ শাখার সাবেক সার্ভেয়ার জাহাঙ্গীর আলম,বাড্ডা রাজস্ব সার্কেলে র সাবেক সার্ভেয়ার মিজানুর রহমান,লালবাগ রাজস্ব সার্কে লের সার্ভেয়ার মনিরুল ইসলাম,সার্ভেয়ার জাকির হোসেন, গাজীপুরের আব্দুল আলীম সাভার সহকারী কমিশনার ভুমি কার্যালয়ে সাবেক কানুনগো আব্দুল বাতেন দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে বেনামে কোটি কোটি টাকা সহায় সম্পদ গড়ে তুলেছেন।দেশ ও জনস্বার্থে পরবর্তীতে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।