রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পঞ্চাশ (৫০)বছর পূর্তি উপলক্ষে রোভার অঞ্চলের পরিচালনায় দিনব্যাপী সারাদেশে একযোগে উদযাপিত হলো সুবার্ণজয়ন্তী ডে-ক্যাম্প।
তারই ধারাবাহিকতায় শরীয়তপুর জেলা রোভার -এর ব্যবস্থাপনায় গত ২৭ জানুয়ারি ২০২৪ খ্রিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ, শরীয়তপুর সদর (ধানুকা), শরীয়তপুরে সুবার্ণজয়ন্তী ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত ডে-ক্যাম্পে উপস্থিত ছিলেন,মাহবুবুল রহমানকমিশনা র বাংলাদেশ স্কাউটস,শরীয়তপুর জেলা রোভার,মোঃ শহি দুল ইসলাম যুগ্ম সম্পাদক বাংলাদেশ স্কাউটস,শরীয়তপুর জেলা রোভার,কামরুল হাসান মোল্লা জেলা রোভার স্কাউট লিডার,বাংলাদেশ স্কাউটস,শরীয়তপুর জেলা রোভার,এম রান সরকার কোষাদক্ষ বাংলাদেশ স্কাউটস,শরীয়তপুর জেলা রোভার এবং জেলার বিভিন্ন রোভার স্কাউট ইউনিট ও লিডারগন।
ডে-ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে মাহবুবুল রহমান কমিশনার বাংলাদেশ স্কাউটস,শরীয়তপুর জেলা রোভার বলেন রোভারিং হচ্ছে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ,দক্ষতা ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে সমাজ উন্নয়ন ও সেবা র লক্ষ্যে আজীবন আত্মনিয়োগ। আমরা সেবার মাধ্যমে আত্ম তৃপ্তি পাই ক্যাম্পের মাধ্যমে নতুন কিছু শিখি।
সারা দিন ব্যাপি রোভারদের পাইওনিয়ারিং,কোড এন্ড সাই ফার,প্রাথমিক প্রতিবিধান,বিভিন্ন চ্যালেন্জ মোকাবেলা, তাঁবু জলসা পুরস্কার বিতরন এবং ক্যাম্প সনদ বিতরনের মাধ্যমে ক্যাম্পের ইতি টানে।
ক্যাম্প সমাপনী অনুষ্ঠানে বক্তব্যে কামরুল হাসান মোল্লা জেলা রোভার স্কাউট লিডার,বাংলাদেশ স্কাউটস,শরীয়ত পুর জেলা রোভার বলেন স্কাউটিং হল একটি সামাজিক আন্দোলন যার প্রধান উদ্দেশ্য আনন্দের মধ্য দিয়ে শিক্ষা দান করা।স্কাউটিং এর মাধ্যমে শিশু, কিশোর-কিশোরীদে র শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক গুণাবলী উদীয়মান হয়।