সুলতানা রাজিয়া সান্ধ্য কবিঃ (সিনিয়র রিপোর্টার) মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পত্রিকা
আজ ১ অক্টোবর ২২ খ্রিঃ দুর্গাপুজার বিভিন্ন পুজোমন্ডপে মন্ডপে চলছে প্রশাসনিক পরিদর্শন ও সাংবাদিক পর্যবেক্ষণ।কুড়িগ্রামে দূর্গাপুজোয়লো ডশেডিং আরো চরমে ব্যাহত হতে পারে নিরাপত্তা ব্যবস্থা।এমনি এক দৃশ্য – মোঘলবাসা ইউনিয়নের
চরসিতাইঝাড় মৌজা (মাজাগ্রামের) নর সুন্দর গ্রামে দুর্গাপুজোমন্ডপের চিত্র।অন্ধকারে দাঁড়িয়ে আছেন আনসার নিরাপত্তাবাহিনী, ডিউটিরত মোঃ জামান, সহিদ,ও আমিনুর সহ আরো সহকর্মীগণ।তাদের সাথে কথা বলে জানা যায় বিদ্যুৎ নেই তাই আমরা অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজোমন্ডপের নিরাপত্তা’র দায়িত্ব পালন করছি।
তারা বলেন,
আমরা গতকাল থেকে এই মন্ডপে অবস্থান করছি।
পুজোমন্ডপের সভাপতি শ্রী গজেন্দ্রশর্মা ও পুজোর কমিটি বৃন্দের সাথে সাক্ষাত করতে চাইলে তারা বাড়ির ভিতর থেকে বের হতে চাননি।
সাংবাদিক পরিচয় দিয়ে খবর পাঠালেও তারা রাতের অন্ধকারে
মন্ডপের কাছে ভীড়তে সংকোচবোধ করেছেন।
লোডশেডিং মন্ডপের বাহিরে ঘোর অন্ধকার গতবছর দেশের বিভিন্ন স্থানে দুর্বিত্তরা পুজোমন্ডপে তান্ডব চালিয়ে ক্ষয়ক্ষতি করেছেন।
সেই পুূর্বভীতি এখনো তাদের মাঝে বিরাজ করছে।
দুর্বিত্তদের ঠিকাতে এবার মাননীয় প্রধান মন্ত্রী পুজোমন্ডপ গুলোতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছেন।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় আজ সকাল ১০টা থেকে বিভিন্ন পুজোমন্ডপগুলো উদ্বোধন করা হচ্ছে।
ভাটলারপাড় চর সিতাইঝাড়ের পুজোমন্ডপ রাত ৯টার পরও উদ্বোধন করা হয়নি।
সাদা কাপড়ে মুরানো রয়েছে পুরোমন্ডপটি।
জানা যায় পুজো মন্ডপের উদ্বোধন কালে ব্রাম্মন বা পুরোহিত পুজো করার পর, মন্ডপ উম্মোচন হবে।
এমনটি বলেছেন পুজোমন্ডপের সংশ্লিষ্টরা।
প্রশাসনিক ভাবে বলা হয়েছে দলীয় কিংবা স্থানীয় সংগঠন গুলি পুজোমন্ডপে নিরাপত্তা দিবেন।
স্থানীয় দলীয় বাহিনীর এমন কাউকে দেখতে পাওয়া যায়নি পুজোমন্ডপে।