সবুজ হোসেন রাজা”(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
শাহজাদপুরের পোরজনা বাজারে গণসংযোগ করেছে ন আসন্ন শাহজাদপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রুমি খাতুন প্রিয়া। এসময় নিজ ইউনিয়নের জনগণের ভালোবাসায় সিক্ত হন তিনি।
বুধবার ৮ ফেব্রুয়ারি বিকাল ৩টায় জন্মস্থান পোরজনা ইউনিয়নের পোরজনা বাজারে প্রতিবেশী,
আত্মীয়স্বজন ও কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগ শু রু করেন তিনি। পরে পোরজনা হাটে উপস্থিত হয়েক্রে তা ও বিক্রেতাদের হাতে লিফলেট প্রদান করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রত্যাশী হিসেবে দোয়া ও ভোট প্রার্থনা করেন।
এসময় পোরজনা বাজারের জনসাধারণ নিজ ইউনিয় নের মেয়ে রুমি খাতুন প্রিয়াকে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে বিজয়ী করার আশ্বাস প্রদান করেন। এসময় তারা তাকে যোগ্য প্রার্থী হিসেবে মন্তব্য করেন।উল্লেখ্য,রুমি খাতুন প্রিয়া পোরজনা ইউনিয়নের বড়মহা জপুর গ্রামের আবু বক্কারের মেয়ে ও প্রয়াত মোহাম্মদ মেম্বারের ভাতিজি। এবং শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি, জন প্রিয় প্রত্যাশা নিউজের পরিচালক সাংবাদিক রাজিব আহমেদ রাসেলের সহধর্মিণী।
গণসংযোগ শেষে শাহজাদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী রুমি খাতুন প্রিয়া আবেগাপ্লুত হয়ে বলেন, আমি স্বপ্নেও কল্পনা করিনি পোরজনার মানুষ আমাকে এতো ভালোবাসা দিবে। তা দের ভালোবাসা পেয়ে নির্বাচনে বিজয়ী হওয়ারব্যপারে আমার আত্মবিশ্বাস অনেকগুন বেড়ে গেছে।
তিনি আরও বলেন, আমি যদি নির্বাচিত হতে পারি তাহ লে কাজের মাধ্যমে আমার জন্মভূমি পোরজনা ইউনিয় নের মানুষের ভালোবাসার প্রতিদান আমি দেবো। সেই সাথে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে শাহজাদপুর বাসীর ভাগ্য উন্নয়নে কাজ করার।