মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের সভা পতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬,শাহজাদপুর আসনের এমপি চয়নইসলা ম।বিশোষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজা দ রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র মনির আ ক্তার খান তরুলোদী,শাহজাদপুর সহকারি কমিশনার (ভূমি) লিয়াকত সালমান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল হামিদ লাভলু,যুগ্ম সা ধারণ সম্পাদক মুস্তাক আহমেদ,শাহজাদপুর থানার অফিসার ইনচার্য মোঃ খায়রুল বাসার,এনায়েতপুর থানার ওসি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী প্রমুখ।
এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি চয়ন ইসলাম বলেন, শাহজাদপুরে উন্নত যোগাযোগ ও যানজট নিরাশনের ব্যবস্থা করা হবে।
আবার সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান বলেন, সবাই মিলিতভাবে সচেতন হলে প্রয়োজনীয় উদ্যোগের মাধ্যমে মাদক, চাঁদাবাজি বন্ধ করা যাবে এবং রাস্তাঘাট যানজট মুক্ত করা যাবে ।