মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ- ৬, শাহ জাদপুর আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনো নীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগে র সভাপতি ও সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের পক্ষে জনসভা এবং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়ে ছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) রাত ৯ টায় শাহজাদপুর পৌর শহরের দ্বারিয়াপুর বাজারের বাটার মোড়ে উপজেলা বণিক সমিতি ও মনিরামপুর বণিক কল্যাণ সমিতি সহ অঙ্গ সংগঠনের আয়োজনে ও বিপুলসংখ্যক ব্যবসায়ী দের অংশগ্রহণে এই জনসভা এবং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক রবিন আকন্দ এর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম।
মোহাম্মদ রফিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হামিদ লাভলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী,যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ ও আলহাজ্ব হায়দার আলী।
এ সময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার শাহ আলম, হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন ও মনিরামপুর বনিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমূখ।এর পূর্বে নৌকা প্রতীকের প্রার্থী চয়ন ইসলাম জনসভা মঞ্চে উপস্থিত হলে শাহজাদপুরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নৌকার প্রার্থী চয়ন ইসলাম বলেন,শাহজাদপুর কে একটি মডেল উপজেলা হিসে বে গড়ে তোলার লক্ষ্যে এবং শাহজাদপুরের সার্বিক উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমা কে নৌকার কান্ডারী করে মনোনীত করেছেন।
এ সময় তিনি শাহজাদপুর উপজেলা নিয়ে তার বিভিন্ন পরিকল্প নার কথা উল্লেখ করে আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জা তীয় সংসদ নির্বাচনে সর্বস্তরের জনসাধারণকে স্বতঃ স্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে নৌকা প্রতীকে ভোট প্রদান করে তাকে বিজয়ী করার আহ্বান জানান এবং ভোট প্রার্থনা করেন।