December 7, 2024, 8:39 pm
শিরোনামঃ
ছাত্রদলের সভায় দাওয়াত পায়নি শিবির-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ, বাস চলাচল বন্ধ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রকাশ্যে বিরোধীতাকারী স্বৈরাচার সরকারের দোসর দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চারসদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ কারাগার থেকে পালানো ৭৭০ আসামি এখনও ধরা পড়েনি: কারা মহাপরিদর্শক জয়পুরহাটে টাকা দিয়েও সার পাচ্ছেন না কৃষক ত্রিপুরায় সহকারী হাইকমিশনে হামলা-ভাঙচুর, ছিঁড়ে ফেলা হলো বাংলাদেশি পতাকা গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত অনিয়ম ও দুর্নীতিবাজ সিন্ডিকেট বহাল তবিয়তে আন্দোলনে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ডিএমপি কমিশনার সাড়ে ২২ হাজার কোটি টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকে দেয়া হয়েছে: গভর্নর
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে দুই গ্রুপের সংঘর্ষে টেটা বিদ্ধ হয়ে ১ জন নিহত, আহত ৮

Reporter Name

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

শাহজাদপুরে ২ গ্রুপের সংঘর্ষের সময় টেটা বিদ্ধ হয়ে মোঃ ছানোয়ার ফকির (৪০) নামের ১ ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটছে।
এই ঘটনায় ৮ জন আহত হয়েছে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার (১৮ই জুন) সকাল সাড়ে ৭টায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের চর-বর্ণিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ছানোয়ার ফকির ঐ গ্রামের বক্স ফকিরের ছেলে। তিনি ৫ সন্তানের জনক ছিলেন।

সংঘর্ষের খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ঘটনাস্থলে থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ আসলাম হোসেন ও উপ-পরিদর্শক এরশাদ উপস্থিত হয়।

জানা যায়,উপজেলার চর-বর্ণিয়া গ্রামের আখের গ্রুপ ওসায়েম গ্রুপের মাঝে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ মঙ্গলবার সকালে উভয় গ্রুপ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সায়েম গ্রুপের প্রধান সায়েম ফকির অভিযোগ করে বলেন, আখের একজন সন্ত্রাসী, সে সহ তার গ্রুপের লোকজন এলাকায় দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি ও মাদক বিক্রি করে আসছিল। এই অনৈতিক কাজে বাঁধা দেয়ায় তারা মাঝে মধ্যে আমাদের লোকজনের উপরে হামলা চালিয়ে আহত করে। তার সন্ত্রাসী বাহিনীর তান্ডবে মানুষজন গ্রামে থাকতে পারে না। আজ আখের ও মালেক মেম্বারের নেতৃত্বে সন্ত্রাসীরা আমাদের লোকজনের উপরে হামলা চালায়। এসময় বুকে টেটা বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আমাদের পক্ষের ছানোয়ারের মৃত্যু হয় ও আরো ৮-১০ জন আহত হয়।

স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস আলী জানান, কিছুক্ষণ আগে আমি জানতে পারি যে সায়েম গ্রুপ ও আখের গ্রুপের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। খবর শুনেই আমি ঘটনাস্থলে আসি, ইতিমধ্যে থানা পুলিশ এসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই বিষয়ে শাহজাদপুর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন বলেন, সংঘর্ষ ও মৃত্যুর ঘটনা শুনে পুলিশের একটি দলকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আমরা এসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
নিহতের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে, আগামীকাল ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে পাঠানো হবে। অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ৫ই জুন এই দুই গ্রুপের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে ইউনুস নামের এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটে। সেসময় এই গ্রামে ব্যাপক লুটপাট চালানো হয়।
তারপর থেকেই চর বর্ণিয়া গ্রামের শান্তি প্রিয় সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র গিয়ে বসবাস শুরু করেন।



Our Like Page