মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় পিজি ও নন পিজি সদস্যদের “ব্যবসা পরিক ল্পনা প্রণয়ন বিষয়ক” দুই দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল, শাহজাদপুর,সিরাজগঞ্জ এর আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর অর্থায়নে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।
দুই দিনব্যাপী এই পণ্য শিক্ষণটি অনুষ্ঠিত হয়েছে শাহজাদপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল -এ।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন ওমর ফারুক জে লা প্রাণিসম্পদ কর্মকর্তা,সিরাজগঞ্জ। ডা. মোঃ হাবিবুর রহমান,জেলা ট্রেনিং কর্মকর্তা,সিরাজগঞ্জ। ডা. বিল্লাল হোসেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,শাহজাদপুর, সিরাজগঞ্জ। ডা. সোনালী খাতুন,প্রাণিসম্পদ সম্প্রসার ণ কর্মকর্তা,শাহজাদপুর,সিরাজগঞ্জ।
এছাড়া বিভিন্ন শ্রেণীর মানুষ প্রশিক্ষণে অংশগ্রহণকরে প্রায় ৪০ জন সদস্যকে নিয়ে দুই দিনব্যাপী গবাদি পশু ও ডেইরি পণ্য উৎপাদন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।