মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে বৃহস্পতিবার উপজেলা সম্মেলন কক্ষে শাহজাদপুরে পুন:গঠিত দুর্নীতি প্রতিরোধ কমিটির পরিচিতি, দুর্নীতি প্রতিরোধ ও গণ সচেতনতা সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শাহজাদপুর উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান।
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরজ্জামান এর সভা পতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদত হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ গোলাম সাকলায়েন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু, জামিরতা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হায়দার আলী, জমিরতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, তালগাছী আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ আক্তার প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন পোতাজিয়া ইউপি চেয়ার ম্যান দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন,জাকারিয়া ইসলাম ঠান্ডু,সদস্য মজিবর রহমান, সদস্য সাংবাদিক আব্দুল কুদ্দুস,সাংবাদিক সাগর বসাক, মজিবর রহমান, শাপলা খাতুন,তাসমিনা খান মজলিস, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী,বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক প্রমুখ ব্যক্তিবর্গ।