মো: সবুজ হোসেন রাজা,শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি:
পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তারা সরকার (৬০) নামের এক কৃষককে হত্যার ঘটনা ঘটেছে। হামলায় আরো অন্তত ৮ জন আহত হয়েছে ও ৫টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।মঙ্গলবার (৬ই আগষ্ট) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর পশ্চিমপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত তারা সরকার ওই গ্রামের মৃত আতাব আলী সরকারের ছেলে।
এই ঘটনার পরে নিহতের পরিবারের সদস্যরা ও উত্তেজিত গ্রামবাসী হামলা চালিয়ে অভিযুক্ত মমতাজ প্রামাণিক, ইকবাল হোসেন ও শাহ জালালের বাড়ি সহ পাঁচটি বাড়িতে ভাংচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটেছে।
জানা যায়, শাহজাদপুর উপজেলার কায়েমপুর গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল হাকিমের সাথে প্রতিবেশী মোঃ মোতালেব প্রামাণিক, রফিকুল ইসলাম ও নজরুল ইসলামের বিরোধ চলে আসছিল। এর সূত্র ধরে ইতিপূর্বেও তাদের মধ্যে সংঘর্ষ ও মামলার ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে,কায়েমপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মমতাজ প্রামাণিক,সাবেক মেম্বার ইকবাল হোসেন,যুবলীগ নেতা শাহ জালাল,ইয়াসিন,মতিন,ইসমাইল, আকাশ,শাকিল,মাসুদ ও রিপন এর নেতৃত্বে আজ সকাল ১০ টায় শতাধিক মানুষ নিহতের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
এসময় ইকবাল ও জালাল (নিহত) তারা সরকারকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় এবং বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে উত্তেজিত স্বজন ও গ্রামবাসী হামলা চালিয়ে অভিযু ক্তদের ৫ টি বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। পরে সেনা সদস্যদের সহযোগিতায় শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
এই বিষয়ে অভিযুক্ত শাহ জালাল বলেন, সোমবার বিকালে প্রতিপক্ষের লোকজন আমাদের ঘরবাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও ভাংচুর চালায়। এই ঘটনা তারা নিজেরাই ঘটিয়ে আমাদের নামে অভিযোগ করছে।