প্রথম বাংলা – রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানকৃত বিভিন্ন ব্র্যান্ডের ৩৪৪টি মোবাইল ফোন উদ্ধারসহ ০১ চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১০; চোরাচালানকৃত মালামাল বহনে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ।
গত ১১ মে ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক দুপুর ১২:৩০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে দেশের শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনয়নকৃত ৩৪৪টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করতঃ ১ জন মোবাইল চোরাকারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোক্তার (৩৬), পিতা- মোঃ ইলিয়াস, মাতা- মোমিনা খাতুন, সাং- পাহারপুর, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা বলে জানা যায়।
এ সময় তার নিকট হতে চোরাচালানকৃত মালামাল বহনে ব্যবহৃত ০১টি প্রাইভেট কার জব্দ এবং চোরাচালানকৃত ৩৪৪ (তিনশত চুয়াল্লিশ) টি মোবাইল ফোন ও ৩৪৪ (তিনশত চুয়াল্লিশ) টি মোবাইল চার্জার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। সে বেশ কিছুদিন যাবৎ ভারত হতে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন সংগ্রহ করে রাজ ধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মোবাইলের মার্কেট ও দোকানে সরবরাহ করে আসছিল।গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।