লক্ষীপুর রামগতি সহ বিভিন্ন স্হানে নির্বাচনী পদচারনার সময় আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। এই নির্বাচনে যারা বাধা দিতে আসবে, তাদের প্রতিহত করা হবে। যে কোনো সময় মাঠে নামার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে।
তিনি বলেছেন, নির্বাচন পর্যন্ত মাঠ ছাড়বেন না ডাক দিলেই চলে আসবেন। গতকাল দুপুরে রামগতি উপজেলা আওয়া মী লীগের আয়োজনে দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধি দের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফরিদুন্নাহার লাইলী বলেন, বিএনপি ভোটে এলে হেরে যাবে, সেই ভয় থেকেই তারা শেখ হাসিনাকে পছন্দ করে না। এদেশের মানুষ শেখ হাসিনাকে বিশ্বাস করে। তারা শেখ হাসিনার মতো সৎ প্রধানমন্ত্রী আর কাউকে পায়নি।
জনপ্রিয় নেতা পায়নি? সাহসী নেতা পায়নি তাই তারা সেই শেখ হাসিনাকে হারাতে চায় না।রামগতি উপজেলা আওয়া মী লীগের সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি, রামগতি পৌরসভার মেয়র মেজবা উদ্দিন মেজো,আওয়া মী লীগ নেতা আব্দুল্যা আল মামুন প্রমুখ।