প্রথম বাংলা – শেরপুর জেলা খাদ্য বিভাগের অধিনে বিভিন্ন উপজেলা খাদ্য গুদামের ইনচার্জ খাদ্য পরিদর্শক (ওসিএলএসডি) দের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।অভিযোগে জন্য যায় জেলার ঝিনাইগাতী,শ্রীবরদী,নকলা,বকশিগঞ্জ ও নালিতাবাড়ী সরকারি খাদ্য শুদাম গুলোতে গেল আমন সংগ্রহ মৌসুমে পুরাতন ও বোরো চাউল সংগ্রহ করা হয়েছে।
পরবর্তী তে ঐ সকল চাউল বেশিরভাগ ময়মনসিংহ ও তেজগাঁও সিএসডিতে পেরন করেন। গুদাম ইনচার্জগণ মিল মালিকদের কাছ থেকে টন প্রতি দুই হাজার টাকা ঘুষ নিয়ে আমন মৌসুমে পুরাতন ও বোরো চাউল সংগ্রহ করেছেন।
একটি সুত্র জানা যায় ঝিনাইগাতি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস, শ্রীবরদী, নালিতাবাড়ী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ অর্থের বিনিময়ে নিম্ন মানের চাউল সংগ্রহ করে কৌশলে শুদামে মজুদ করে। উপজেলা খাদ্য কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করে।
যাহা উর্দ্ধতন কর্তৃপক্ষ তদন্ত করলে বেড়িয়ে আসবে অনিয়ম ও দুর্নীতি।
বেশ কয়েকজন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) ও উপজেলা খাদ্য কর্মকর্তা নামে বেনামে সহায় সম্পদ গড়ে তুলেন। ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় গড়ে তুলেছেন আলিশান বাড়ি ও ফ্ল্যাট । রয়েছে ঞ্জাত আয় বর্হিভুত সম্পদ।
এ ব্যাপারে টেলিফোনে মতামত জানতে ফোন দিয়েও পাওয়া যায়নি।